৪১তম বিসিএস নিয়োগ । 41th BCS Circular

Spread the love

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ৪১তম বিসিএস নিয়োগ – 41th BCS Circular 2019 ২ হাজার ১৬৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৫ ডিসেম্বর ২০১৯ থেকে এবং ৪ জানুয়ারী ২০২০ ইং তারিখে আবেদন শেষ হবে।

গত বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। প্রার্থীর বয়স ১ নভেম্বর থেকে গণনা করা হবে।

১। পদের নাম: শিক্ষা
পদের সংখ্যা: ৯০৫ জন
পদ অনুসারে: বিসিএস শিক্ষায় ৮৯২ জন প্রভাষক ও কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে

২। পদের নাম: প্রশাসন
পদের সংখ্যা: প্রশাসনে ৩২৩ জন

৩। পদের নাম: পুলিশ
পদের সংখ্যা: ১০০ জন

৪। পদের নাম: বিসিএস স্বাস্থ্য
পদের সংখ্যা: ১৪০ জন
পদ অনুসারে: সহকারী সার্জন পদে ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জন

আরও পড়ুন >> গুগলের ৫টি জনপ্রিয় এ্যাপস আপনার জীবনকে পাল্টে দিবে

৫। পদের নাম: পররাষ্ট্র
পদের সংখ্যা: ২৫ জন

৬। পদের নাম: আনসার
পদের সংখ্যা: ২৩ জন

৭। পদের নাম: অর্থ মন্ত্রণালয়
পদের সংখ্যা: ১১৬ জন
পদ অনুসারে: সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন

৮। পদের নাম: পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা
পদের সংখ্যা: পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন

৯।পদের নাম: রেলপথ মন্ত্রণালয়
পদের সংখ্যা: ২৯ জন
পদ অনুসারে: সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন

১০।পদের নাম: তথ্য মন্ত্রণালয়
পদের সংখ্যা: ৪৭ জন
পদ অনুসারে: সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা পদে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) পদে ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পদে ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী পদে ৯ জন

১১। পদের নাম: স্থানীয় সরকার
পদের সংখ্যা: ৫৬ জন
পদ অনুসারে: জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী পদে ৩৬ জন, সহকারী বন সংরক্ষক পদে ২০ জন

১২। পদের নাম: সহকারী পোস্টমাস্টার
পদের সংখ্যা: সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে ২ জন,

১৩। অন্যান্য পদে: বিসিএস মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জন।

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *