নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সন্মানিত ২১ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে এবার একুশে পদক প্রদান করা হয়েছে।গত বুধবারে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদক প্রাপ্তদের এই তালিকা প্রকাশ করা হয়।
আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সকল সন্মানিত বাক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে এই পদক তুলে দেন।
২০২০ একুশে পদক যারা পেলেনঃ
১। মরহুম আমিনুল ইসলাম বাদশা – ভাষা আন্দোলন (মরণোত্তর)
২। বেগম ডালিয়া নওশীন – শিল্পকলা ( সঙ্গীত)
৩। জনাব শঙ্কর রায় – শিল্পকলা ( সঙ্গীত)
৪। বেগম মিতা হক – শিল্পকলা ( সঙ্গীত)
৫। জনাব মোঃ গোলাম মোস্তফা খান – শিল্পকলা (নৃত্য)
৬। জনাব এস এম মহসীন – শিল্পকলা ( অভিনয় )
৭। অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান – শিল্পকলা (চারুকলা)
৮। মরহুম হাজী আক্তার সরদার – মুক্তিযুদ্ধ (মরণোত্তর)
৯। মরহুম আব্দুল জব্বার – মুক্তিযুদ্ধ (মরণোত্তর)
১০। মরহুম ডাঃ আ,আ,ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) – মুক্তিযুদ্ধ (মরণোত্তর)
আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম
১১। জনাব জাফর ওয়াজেদ(আলী ওয়াজেদ জাফর) – সাংবাদিকতা
১২। ডঃ জাহাঙ্গির আলম – গবেষণা
১৩। হাফেয ক্বারি আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামি শাহ – গবেষণা
১৪। অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া – শিক্ষা
১৫। অধ্যাপক ড. শামসুল আলম – অর্থনীতি
১৬। সূফী মোহাম্মদ মিজানুর রহমান – সমাজসেবা
১৭। ড. নুরুন নবি – ভাষা ও সাহিত্য
১৮। মরহুম সিকদার আমিনুল হক – ভাষা ও সাহিত্য (মরণোত্তর)
১৯। বেগম নাজমুন নেসা পিয়ারি – ভাষা ও সাহিত্য
২০। অধ্যাপক ড. সায়েবা আক্তার – চিকিৎসা
২১। বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সিটিউট – গবেষণা
ভাষা আন্দলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতি বছর এই দিনে বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে সন্মানসরূপ এই পদক প্রদান করে থাকে। পুরস্কারসরূপ প্রতিজনকে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালিন ২ লক্ষ টাকা, ও একটি সন্মানপত্র প্রদান করা হয়।