রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ৪৯ জনের চাকরির খবর

Spread the love

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (RUB) নিয়োগ সকল সরকারী নিয়ম ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন অনুযায়ি,
আবেদনের শেষ তারিখ: 23 April 2019 তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ৪৯ জনের চাকরি

01. পদের নাম ও সংখ্যা: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক – 01 জন।
Salary: 29000-63410 টাকা
Education Qualification: স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স এবং শিক্ষক/কর্মকর্তা পর্যায়ে চাকরির ৪ বছরের অভিজ্ঞতা।

02. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার – 01 জন।
Salary: 22000-53060 টাকা
Education Qualification: বিএসসি ইন সিএসই/আইসিই/আইসিটি বিষয়ে ২শ্রেণি/সমমান ডিগ্রি।

03. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার – 02 জন।
Salary: 22000-53060 টাকা
Education Qualification: বিএমডিসি কর্তৃক স্বীকৃত/সমমান ডিগ্রি।

11. পদের নাম ও সংখ্যা: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) – 01 জন।
Salary: 16000-38640 টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণি/সমমান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

12. পদের নাম ও সংখ্যা: ফটোগ্রাফার – 01 জন।
Salary: 11300-27300 টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণি/সমমান স্নাতক ডিগ্রি।ফটোগ্রাফির উপর ০৬ মাসের ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

13. পদের নাম ও সংখ্যা: বুক সর্টার – 01 জন।
Salary: 11000-26590 টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণি/সমমান স্নাতক।

14. পদের নাম ও সংখ্যা: নার্স – 02 জন।
Salary: 11000-26590 টাকা
Education Qualification: ৪ বছরে মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন।

15. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট- 05 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: HSC/সমমান পাস। কম্পিউটার টাইপিং এর ভাল জ্ঞান থাকতে হবে।

16. পদের নাম ও সংখ্যা: ক্যাটালগার- 01 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার টাইপিং এর ভাল জ্ঞান থাকতে হবে।

17. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (ভারী) – 02 জন।
Salary: 9700-23490 টাকা
Education Qualification: SSC/সমমান পাস। ভারী যান চালানোর বৈধ লাইসেন্স সহ বিআরটিএ সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

18. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার – 02 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ বিআরটিএ সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

19. পদের নাম ও সংখ্যা: বাবুর্চি – 02 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: SSC পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

20. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক – 06 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: SSC পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

21. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতা কর্মী – 03 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: SSC পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

22. পদের নাম ও সংখ্যা: ক্লিনার/সাইপার – 02 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

23. পদের নাম ও সংখ্যা: আয়া – 02 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

24. পদের নাম ও সংখ্যা: মালী – 01 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

25. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী – 0৪ জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আবেদনের নিয়ম: (ক) বিশ্ববিদ্যালয়ের নিদিষ্ট ফরমে আবেদন করতে হবে,
(খ) বয়স: 23 April 2019 তারিখে অনুযায়ি হিসেব করতে হবে,
(গ) ০৮ (আট) সেট দরখাস্ত দাখিল করতে হবে, (ঘ) ১ থেকে ৮ নং পদের জন্য 1000 টাকা, ৯ থেকে ১১ নং পদের জন্য 800 টাকা, ১২ থেকে ১৮ নং পদের জন্য 700 টাকা এবং ১৯ থেকে ২৫ নং পদের জন্য 300 টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) করতে হবে। (ঙ) 10 টাকার ডাকটিকেট সহ ফেরত খাম পাঠাতে হবে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আবেদনের শেষ তারিখ: 23 April 2019 তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদেনের ঠিকানা: রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (লিয়াজোঁ অফিস, বাসা ৬৫/এ (৫-বি), রোড ৬/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

বয়স: ১নং পদের জন্য ৩৫ বছর এবং সকল পদের জন্য ৩০ বছর পর্যন্ত।

সকল তথ্য পেতে ভিজিট করুন: www.rub.ac.bd
সূত্র: ৩১ মার্চ ২০১৯ কালের কন্ঠ ও ওয়েবসাইট।

শুভ সকাল রোমান্টিক মেসেজ

শুভ সকাল রোমান্টিক মেসেজ, সেরা ছন্দ ও এসএমএস 200টি

বিয়ের পর ওজন কেন বাড়েবিয়ে নিয়ে ১০০টি ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও মজার উক্তি

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *