রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ৪৯ জনের চাকরির খবর ২০১৯

Spread the love

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় (RUB) নিয়োগ সকল সরকারী নিয়ম ও বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন অনুযায়ি,
আবেদনের শেষ তারিখ: 23 April 2019 তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।

01. পদের নাম ও সংখ্যা: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক – 01 জন।
Salary: 29000-63410 টাকা
Education Qualification: স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স এবং শিক্ষক/কর্মকর্তা পর্যায়ে চাকরির ৪ বছরের অভিজ্ঞতা।

02. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার – 01 জন।
Salary: 22000-53060 টাকা
Education Qualification: বিএসসি ইন সিএসই/আইসিই/আইসিটি বিষয়ে ২শ্রেণি/সমমান ডিগ্রি।

03. পদের নাম ও সংখ্যা: মেডিকেল অফিসার – 02 জন।
Salary: 22000-53060 টাকা
Education Qualification: বিএমডিসি কর্তৃক স্বীকৃত/সমমান ডিগ্রি।

11. পদের নাম ও সংখ্যা: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) – 01 জন।
Salary: 16000-38640 টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণি/সমমান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

12. পদের নাম ও সংখ্যা: ফটোগ্রাফার – 01 জন।
Salary: 11300-27300 টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণি/সমমান স্নাতক ডিগ্রি।ফটোগ্রাফির উপর ০৬ মাসের ডিপ্লোমা কোর্স সম্পন্ন।

13. পদের নাম ও সংখ্যা: বুক সর্টার – 01 জন।
Salary: 11000-26590 টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণি/সমমান স্নাতক।

14. পদের নাম ও সংখ্যা: নার্স – 02 জন।
Salary: 11000-26590 টাকা
Education Qualification: ৪ বছরে মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্স সম্পন্ন।

15. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট- 05 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: HSC/সমমান পাস। কম্পিউটার টাইপিং এর ভাল জ্ঞান থাকতে হবে।

16. পদের নাম ও সংখ্যা: ক্যাটালগার- 01 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: এইচএসসি/সমমান পাস। কম্পিউটার টাইপিং এর ভাল জ্ঞান থাকতে হবে।

17. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার (ভারী) – 02 জন।
Salary: 9700-23490 টাকা
Education Qualification: SSC/সমমান পাস। ভারী যান চালানোর বৈধ লাইসেন্স সহ বিআরটিএ সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

18. পদের নাম ও সংখ্যা: ড্রাইভার – 02 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ বিআরটিএ সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।

19. পদের নাম ও সংখ্যা: বাবুর্চি – 02 জন।
Salary: 9300-22490 টাকা
Education Qualification: SSC পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

20. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক – 06 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: SSC পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

21. পদের নাম ও সংখ্যা: পরিচ্ছন্নতা কর্মী – 03 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: SSC পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

22. পদের নাম ও সংখ্যা: ক্লিনার/সাইপার – 02 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

23. পদের নাম ও সংখ্যা: আয়া – 02 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

24. পদের নাম ও সংখ্যা: মালী – 01 জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

25. পদের নাম ও সংখ্যা: নিরাপত্তা প্রহরী – 0৪ জন।
Salary: 8250-20010 টাকা
Education Qualification: অষ্টম শ্রেণি পাস। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

আবেদনের নিয়ম: (ক) বিশ্ববিদ্যালয়ের নিদিষ্ট ফরমে আবেদন করতে হবে,
(খ) বয়স: 23 April 2019 তারিখে অনুযায়ি হিসেব করতে হবে,
(গ) ০৮ (আট) সেট দরখাস্ত দাখিল করতে হবে, (ঘ) ১ থেকে ৮ নং পদের জন্য 1000 টাকা, ৯ থেকে ১১ নং পদের জন্য 800 টাকা, ১২ থেকে ১৮ নং পদের জন্য 700 টাকা এবং ১৯ থেকে ২৫ নং পদের জন্য 300 টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ) করতে হবে। (ঙ) 10 টাকার ডাকটিকেট সহ ফেরত খাম পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: 23 April 2019 তারিখের মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে। আবেদেনের ঠিকানা: রেজিস্ট্রার, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (লিয়াজোঁ অফিস, বাসা ৬৫/এ (৫-বি), রোড ৬/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯।

বয়স: ১নং পদের জন্য ৩৫ বছর এবং সকল পদের জন্য ৩০ বছর পর্যন্ত।

সকল তথ্য পেতে ভিজিট করুন: www.rub.ac.bd
সূত্র: ৩১ মার্চ ২০১৯ কালের কন্ঠ ও ওয়েবসাইট।

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *