মাষ্টার সিমেক্স পেপার লিমিটেড পেপার কনর্ভাটিং এন্ড প্রিন্টিং ইন্ড্রাষ্ট্রিজ এর নরসিংদী ও গাজীপুরস্থ কারখানা এবং প্রধান কার্যালয়ের আগামী ০৩-১২-২০১৯ইং তারিখে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুয়োগ সুবিধাসহ নিম্নলিখিত পদে নিয়োগের জন্য জরুরী ভিত্তিতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
১। সহ-মহাব্যবস্থাপক (কারখানা) – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম গ্রাজুয়েট, খ্যাতনামা কোম্পানীর কারখানা ম্যানেজার হিসাবে ১০ বছরের কাজ করার অভিজ্ঞতা, মুদ্রণ কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার।
০২। ব্যবস্থাপক (উৎপাদন) – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নন্যতম গ্রাজুয়েট, সুপ্রতিষ্ঠিত প্রিন্টিং কারখানায় ৮-১০ বছরের অভিজ্ঞতা।
০৩। সুপারভাইজর (উৎপাদন)- ০৩ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, সুপ্রতিষ্ঠিত প্রিন্টিং ফ্যাক্টরীতে সুপারভাইজর হিসাবে ৫ বছরের কাজ করার অভিজ্ঞতা, ডিপ্লোমা-ইন-প্রিন্টিং পাসদের অগ্রাধিকার ।
আরও পড়ুন >> গুগলের ৫টি জনপ্রিয় এ্যাপস আপনার জীবনকে পাল্টে দিবে
০৪। ভ্যাট অফিসার- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, উৎপাদন ভ্যাট সংক্রান্ত কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
০৫। প্রশাসনিক কর্মকর্তা – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, কম্পিউটার চালনায় পারদর্শীতাসহ স্বপদে ৩-৫ বছরের অভিজ্ঞতা।
০৬। সহকারী ফোরম্যান – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্বপদে ৩-৫ বছরের অভিজ্ঞতা।
০৭ । Variable Data Printing মেশিন অপারেটর- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-কম্পিউটার সাইন্স, অভিজ্ঞদের অগ্রাধিকার ।
০৮। মেশিন অপারেটর -০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: HEIDELBERG (CP-2000 সংযুক্ত)/KOMORI মেশিন অপারেটিং এ ৮ বছরের অভিজ্ঞতা৷
০৯। শিক্ষানবিশ প্রিন্টিং মেশিন অপারেটর- ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা-ইন-প্রিন্টিং।
১০। সিকিউরিটি সুপারভাইজর- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: এইচ.এসসি পাস, ৫ বছরের অভিজ্ঞতা, সেনাবাহিনী/বিজিবি হতে অবসরপ্রাপ্ত।
১১। সিকিউরিটি গার্ড – ২৫ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম শ্রেণী পাস, ৫ বছরের অভিজ্ঞতা। সেনাবাহিনী/বিজিবি হতে অবসরপ্রাপ্ত সৈনিকদের অগ্রাধিকার ।
১২। অফিস পিয়ন- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম শ্রেণী পাস।
প্রধান কার্যালয়ের জন্য
১৩। ম্যানেজার (মার্কেটিং) – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, সুপ্রতিষ্ঠিত প্রিন্টিং প্রতিষ্ঠানে স্বপদে কমপক্ষে ০৮ বছরের প্রিন্টিং সেকশন অভিজ্ঞতা।
১৪। ম্যানেজার (মার্কেটিং) – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, সেল্ফ এডহেসিভ প্রিন্টিং লেবেল বিপণনে কমপক্ষে ৫ বছরের লেবেল সেকশন অভিজ্ঞতা।
১৫। সহকারী ম্যানেজার (মার্কেটিং)- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম গ্রাজুয়েট, সুপ্রতিষ্ঠিত প্রিন্টিং প্রতিষ্ঠানে স্বপদে ০৫ বছরের অভিজ্ঞতা।
১৬। সহকারী ম্যানেজার (হিসাব)- ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, সিএ,সিসি সহ ৩ বছরের অভিজ্ঞতা এবং ভ্যাট, ট্যাক্স-এর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন
১৭। এক্সিউটিভ (মার্কেটিং) – ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, প্রিন্টিং প্রতিষ্ঠানে স্বপদে ০২ বছরের অভিজ্ঞতা।
১৮। গ্রাফিক্স ডিজাইনার – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: Adobe illustrator, Adobe Photoshop, CAD, ESKO জানা এবং সকল প্রকার সৃজনশীল ডিজাইন তৈরীর কাজে ৭-৮ বছরের বাস্তব অভিজ্ঞতা।
১৯। ফ্রন্টডেস্ক অফিসার (মহিলা) – ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম গ্রাজুয়েট, স্বপদে ০৫ বছরের অভিজ্ঞতা।
আগ্রহী প্রার্থীগণ আগামী ০৩-১২-২০১৯ইং তারিখের মধ্যে খামের উপর পদের নাম উল্লেখপূর্বক পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ স্বহস্তে/ডাকযোগে আবেদন প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
আবেদন পাঠানোর ঠিকানা: মাষ্টার সিমেক্স পেপার লিমিটেড, পরিচালক (প্রশাসন), প্যারামাউন্টস হাইটস (১৫ম তলা), ৬৫/২/১ বক্স কালভার্ট রোড পুরানা পল্টন, ঢাকা-১০০০