অবহেলা এমন এক যন্ত্রণা, যা নীরবতা ভেঙে হৃদয়কে রক্তাক্ত করে।
|
যে ভালোবাসে, সে অবহেলা দেয় না। অবহেলা মানেই সম্পর্কের মৃত্যু।
|
অবহেলার কষ্ট শব্দে লেখা যায় না, তা শুধু অনুভব করা যায়।
|
অবহেলা হলো ধীরে ধীরে মৃত্যুর মতো। প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয়।
|
যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, তার কাছ থেকেই সবচেয়ে বেশি অবহেলা আসে।
|
অবহেলার যন্ত্রণা চোখের জলে প্রকাশ পেলেও, হৃদয়ের ভেতরে থেকে যায় চিরকাল।
|
ভালোবাসা চাই যত্নে, অবহেলায় নয়।
|
অবহেলা একবার শুরু হলে সম্পর্ক আর আগের মতো থাকে না।
|
অবহেলা এমন এক আগুন, যা ধীরে ধীরে ভালোবাসার সবকিছু পুড়িয়ে দেয়।
|
অবহেলা পাওয়ার কষ্ট ভালোবাসা হারানোর চেয়ে অনেক বড়।
|