ভালবাসার ম্যাসেজ

Spread the love

অবহেলা এমন এক যন্ত্রণা, যা নীরবতা ভেঙে হৃদয়কে রক্তাক্ত করে।

যে ভালোবাসে, সে অবহেলা দেয় না। অবহেলা মানেই সম্পর্কের মৃত্যু।

অবহেলার কষ্ট শব্দে লেখা যায় না, তা শুধু অনুভব করা যায়।

অবহেলা হলো ধীরে ধীরে মৃত্যুর মতো। প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয়।

যাকে আপনি সবচেয়ে ভালোবাসেন, তার কাছ থেকেই সবচেয়ে বেশি অবহেলা আসে।

অবহেলার যন্ত্রণা চোখের জলে প্রকাশ পেলেও, হৃদয়ের ভেতরে থেকে যায় চিরকাল।

ভালোবাসা চাই যত্নে, অবহেলায় নয়।

অবহেলা একবার শুরু হলে সম্পর্ক আর আগের মতো থাকে না।

অবহেলা এমন এক আগুন, যা ধীরে ধীরে ভালোবাসার সবকিছু পুড়িয়ে দেয়।

অবহেলা পাওয়ার কষ্ট ভালোবাসা হারানোর চেয়ে অনেক বড়।

Loading spinner

Check Also

উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ

উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ চরম ভোগান্তিতে চালকরা

Spread the loveউত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ  – উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *