বিপরীত শব্দ, বিপরীত শব্দের উদাহরণ এবং MCQ

Spread the love

বিপরীত শব্দ -যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে, সেগুলোকে বিপরীত শব্দ বলে। বিপরীত শব্দ একে অন্যের পরিপূরক। যেমন, বিবাহিত-অবিবাহিত; পুরুষ-নারী; জীবিত-মৃত; পিতা-মাতা ইত্যাদি।

শব্দ  বিপরীত  শব্দ  বিপরীত
আত্মীয় অনাত্মীয় উত্তর দক্ষিণ
আদান প্ৰদান উত্থান পতন
অগ্র পশ্চাৎ‍ উদয় অন্ত
অচল সচল উদ্দিষ্ট নিরুদ্দিষ্ট
অজ্ঞ বিজ্ঞ আপন পর
অতিবৃষ্টি অনাবৃষ্টি আবশ্যক অনাবশ্যক
অধম উত্তম আবির্ভাব তিরোভাব
উন্নতি অবনতি অধমর্ণ উত্তমর্ণ
আমদানি রপ্তানি উপসর্গ অনুসর্গ

ভিডিও >> সুরাতুল আসর তাফসীর ।। সুন্দর বর্ণনা ।। হাফেজ মোহাম্মদ আলী

গুরুত্বপুর্ণ কিছু বিপরীত শব্দ (এসএসসি পরীক্ষা ২০২১ ইং)

অনুকূল প্রতিকূল আয় ব্যয়
উপস্থিত অনুপস্থিত অনুরক্ত বিরক্ত
আশা নিরাশা উপশম বুদ্ধি
অনুরাগ বিরাগ আশু বিলম্ব
ঊর্ধ্ব অধ অন্তর বাহির
আস্তিক নাস্তিক এলোমেলো গোছানো
অন্তরঙ্গ বহিরঙ্গ আস্থা অনাস্থা
ওস্তাদ সাগরেদ অপ্রতিভ সপ্রতিভ
ইস্তফা যোগদান কৃতজ্ঞ অকৃতজ্ঞ
অভিজ্ঞ অনভিজ্ঞ ইহলোক পরলোক
কৃত্রিম
স্বাভাবিক
অর্থ
অনর্থ
ইহা
উহা
কৃপণ
উদার

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

বিপরীত শব্দ বিস্তারিত উদাহরণ 

খাঁটি ভেজাল খাতক মহাজন
পাপী নিষ্পাপ লাভ ক্ষতি
অল্প অধিক উচ্চ নীচ
কেজো অকেজো অন্তি নাস্তি
উৎকর্ষ অপকর্ষ আকর্ষণ বিকর্ষণ
উৎকণ্ঠা কোমল কর্কশ শাস্তি
আচার অনাচার উৎসাহ নিরুৎসাহ
খানিক অধিক পুষ্ট ক্ষীণ
লেজ মাথা খুঁত নিখুঁত
পূর্ব পশ্চিম শিষ্ট অশিষ্ট
খুচরা
পাইকারি
প্রত্যক্ষ
পরোক্ষ
শীঘ্র
বিলম্ব
গরিষ্ঠ
লঘিষ্ঠ
প্রফুল বিমর্ষ গূঢ় ব্যক্ত
সওয়াল জবাব প্রবল দুর্বল
সংহত
বিভক্ত
 গৃহী সন্ন্যাসী 
 প্রভু  ভৃত্য সচেষ্ট  নিশ্চেষ্ট 

আরো পড়ুন >> বাংলাদেশর সেরা 5টি মোবাইল ব্যাংকিং। Mobile Banking

গ্রহণ বর্জন প্রখরতা স্নিগ্ধতা
সজীব নির্জীব ঘাটতি বাড়তি
প্রাচী প্রতীচী সঞ্চয় অপচয়
ঘাত প্রতিঘাত প্রাচ্য প্রতীচ্য
সদয় নির্দয় ঘাতক পালক
বন্ধন মুক্তি সদ্ভাব বিরোধ
চেতন অচেতন বলবান দুর্বল
সমস্ত অংশ জড় চেতন
বাউণ্ডুলে সংসারী সম্বল নিঃসম্বল
জয় পরাজয় বাচাল স্বল্পভাষী
সরব
নীরব
জাগরণ নিদ্ৰা
বাদী
বিবাদী
সরস নীরস
জোয়ার
ভাটা
বিচ্ছেদ সন্ধি
সাকার
নিরাকার
জ্ঞানী মূর্খ
বিশেষ সামান্য সাচ্চা
ভুয়া
জ্ঞেয় অজ্ঞেয় ব্যর্থ
সার্থক
সার্থক ব্যর্থ জ্বলন
নির্বাপণ
ভয় সাহস সুকৃত দুষ্কৃত
টাটকা বাসি ভর্ৎসনা প্রশংসা
সুন্দর কুৎসিত ঠকা জেতা
ভিতর বাহির সুবহ দুর্বহ
তফাত
কাছে
ভিতু
সাহসী
সুরভি
নিন্দা
তিরস্কার
পুরষ্কার
ভীরু
নির্ভীক
সুলভ
দুর্লভ
তেজী
নিস্তেজ
ভূত
ভবিষ্যৎ
সুশীল
দুঃশীল
ত্বরিত
শ্লথ
ভোঁতা ধারালো সুশ্ৰী বিশ্রী
দাতা গ্রহীতা মান অপমান
সৃষ্টি ধ্বংস দীর্ঘ তুম্ব
মিলন বিরহ স্থাবর অস্থাবর
দুর্মতি সুমতি মুখ্য গৌণ
স্থির চঞ্চল দুষ্ট শিষ্ট
মৃদু প্ৰবল স্বনামে বেনামে
দূর নিকট মৌন মুখর
স্ববাস প্রবাস দোষী নির্দোষ
যাচিত অযাচিত স্বমত পরমত
ধনী
দরিদ্র
যুক্ত
বিযুক্ত
স্মৃতি
বিস্মৃতি
ধর্ম
অধর্ম
রত
বিরত
হক
নাহক
ধৃষ্ট নম রদ চালু
হরণ পূরণ নিশ্চেষ্ট সচেষ্ট
রসিক বেরসিক হরদম হঠাৎ
নিদ্রিত জাগ্রত রিক্ত পূর্ণ
হার
জিত
নিন্দা প্রশংসা
রুগ্‌ণ
সুস্থ
হাল সাবেক
পণ্ড
সফল
রোগ নীরোগ
হালকা ভারী পথ
বিপথ
লঘু
গুরু
হ্রাস বৃদ্ধি

 

অনুশীলনী
সঠিক উত্তরে টিক চিহ্ন (√) দাও ।
১. সাধারণত কতটি শব্দ পরস্পর বিপরীত শব্দ হয়?
ক. একটি খ. দুটি গ. তিনটি ঘ. চারটি
২. বিপরীত শব্দ একে অন্যের কী?
ক. সমার্থক খ. পরিপূরক গ. ভিন্নার্থক ঘ. সদাৰ্থক
৩. ‘হ্রাস’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. বৃদ্ধি খ. বর্ধন গ. বেশি ঘ. অনেক
৪. ‘অতিবৃষ্টি’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. ভারী বৃষ্টি খ. খুব বৃষ্টি গ. অল্প বৃষ্টি ঘ. অনাবৃষ্টি
৫. নিচের কোনটি ‘ভূত’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে?
ক. ভালো খ. পেতনি গ. ভবিষ্যৎ ঘ. ভীরু
৬. ‘ভাটা’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক. তেজ খ. জোয়ার গ. স্থাবর ঘ. ভারী
৭. ‘চেতন’ শব্দের বিপরীত অর্থ প্রকাশ করছে নিচের কোন শব্দটি?
ক. সচেতন খ. অচেতন গ. অবচেতন ঘ. অসচেতন

Check Also

কারক কাকে বলে

কারক কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণ সহ বর্ণনা কর।

Spread the loveকারক কাকে বলে? মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *