বিকাশের মাধ্যমে সঞ্চয় করুন মাত্র 5 বছরে ভবিষ্যত গড়ুন

Spread the love

বিকাশের মাধ্যমে সঞ্চয় মাত্র 5 বছরে – বিকাশে সেভিংস একাউন্ট ।। Bkash Saving Account বিকাশের মাধ্যমে সঞ্চয় গড়ে ভবিষ্যত গড়ার সুযোগ করে দিয়েছে ব্রাক ব্যাংকের খুবই গুরুত্বপুর্ণ মোবাইল ব্যাংকিং এ্যাপস বিকাশ।

বিকাশ আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড (IDLC Finance Limited) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে যৌথ ভাবে এই কার্যক্রম চালু করেছে। আপনার প্রয়োজনে বিকাশ অ্যাপ দিয়ে আইডিএলসিতে টাকা জমাতে পারবেন এবং নিরাপদে আপনি ভবিষ্যত গড়তে পারেন।

বিকাশের মাধ্যমে সঞ্চয় – আপনার প্রয়োজন মতে নির্দিস্ট টাকা এবং মেয়াদে বিকাশ অ্যাপের সেভিংস সার্ভিস থেকে খুব সহজেই আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড সাথে শুরু করতে পারবেন সেভিংস স্কিম।

সেভিংস স্ক্রিমের সুবিধা সমূহঃ

১। সেভিংস একাউন্ট খোলার জন্য আপনাকে তেমন কোন ঝামেলা পোহাতে হবে না। শুধুমাত্র বিকাশ এ্যাপসের মাধ্যমে এনইডি কার্ড দিয়েই খোলা যাবে একাউন্ট।
২। টাকা জামা দেওয়ার জন্য আপনাকে কোন প্রতিষ্ঠানেও যেতে হবে না।
৩। টাকা জমা দেওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে না। বিকাশ আপনাকে মনে করিয়ে দিবে।
৪। বিকাশে টাকা থাকলে প্রতিমাসে স্বয়ংক্রিয়ভাবে আপনার বিকাশ একাউন্ট থেকে টাকা জমা হয়ে যাবে।
৫। বিকাশ থেকে টাকা টাকার পর আপনি সেভিংস এ সকল তথ্য দেখতে পাবেন।
৬। প্রতিমাসে আপনি কত টাকা জমা এবং কত লাভ দেখতে পাবেন।
৭। মেয়াদ শেষে লাভসহ আসল টাকা পেয়ে যাবেন আপনার বিকাশ একাউন্টে।
৮। মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট করতে কোনো খরচও লাগবে না।

আরও পড়ুন >> আপনার স্মার্টফোন কিভাবে দ্রুত চার্জ করবেন

স্ক্রিমের পরিমান ও মেয়াদকালঃ

১। বিকাশ এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড যৌথ পরিচালিত
২। জমার পরিমাণ: প্রতি মাসে ৫০০/-, ১০০০/-, ২০০০/- এবং ৩০০০/- টাকা পর্যন্ত।
৩। সেভিংস স্কিমের মেয়াদ: ২, ৩ এবং ৪ বছর।
৪। সঞ্চয় টাকা উপর ৭% হারে লভ্যাংশ পাওয়া যাবে।
৪। মেয়াদ শেষে লাভসহ সম্পূর্ণ টাকা ক্যাশ আউট সম্পুর্ণ ফি।

সেভিংস বাতিল হবার কারণঃ

১। আপনি যে দিন সেভিংস একাউন্ট খুলবেন সেইদিনই প্রতি মাসে টাকা প্রদান করতে হবে। যদি উক্ত দিনে টাকা না থাকে তবে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে। উক্ত তারিখ হতে ৩দিনের মধ্যে বিকাশে টাকা না তুলেন তবে সংক্রিয় ভাবে আপনার সেভিংস বাতিল হয়ে যাবে।

সেভিংস একাউন্ট খোলার নিয়মঃ

১। প্রথমে বিকাশ এ্যাপসে যান।
২। এ্যাপস হতে সেভিংস ট্যাপ করুন।
৩। শর্তমেনে -নতুন সেভিংস স্কিম খুলুন – এ ট্যাপ করুন।
৪। সেভিংস-এর সময়কাল ২, ৩ এবং ৪ বছর এবং জমার ধরন (মাসিক) নির্বাচন করুন।
৫। টাকা পরিমান ৫০০/-, ১০০০/-, ২০০০/- এবং ৩০০০/- নির্বাচন করুন।

More Product >> The best 5 digital watch in 2023

৬। নমিনি প্রয়োজনীয় তথ্য দিয়ে এগিয়ে যান।
৭। আপনার TIN নম্বর দিন (যদি থাকে)।
৮। সেভিংস সামারি দেখে নিশ্চিত হয়ে নিন।
৯। নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে, বুঝে আপনার এগিয়ে যান।
১০। আপনার বিকাশ একাউন্টের পিন দিন।
১১। সবশেষে – স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন।

বিকাশের মাধ্যমে সঞ্চয়

সকল তথ্য সঠিক ভাবে প্রদান করা হলে বিকাশ ও আইডিএলসি থেকে কনফার্মেশন মেসেজ আসবে, ওকে আপনি সফলকাম হয়েছে, আপনি সফলভাবে ডিজিটাল পদ্ধতিতে খুলে ফেললেন আপনার সেভিংস স্কিম  তখন আপনি বিকাশের মাধ্যমে সঞ্চয় গড়ে তুলতে পারবেন।

টিকাঃ কিছু শর্ত আসে যেমন, যদি মেয়াদ পুর্ণ হয়ে যায় তবে সকল টাকা আপনি বিনা খরচে উঠাতে পারবেন লাভসহ। আর যদি মেয়াদ শেষের আগে টাকা তুলতে চান তবে তুলতে পারবেন, কোন অসুবিধা নেই তবে যে পরিমান লাভ পেয়েছেন এতদিন সেগুলো পাবেন না। এবং টাকা উঠাতে খরচ কেটে নিবে। এতো সব কিছুর পরও আমি বলতে পারি যদি টাকা সঞ্চয় করে তবে ক্ষতি হবে না। কারণ যে পরিমান মাসে মাসে সঞ্চয় করেছেন সে টাকা তো আপনার ভবিষ্যতে কাজে আসবে।

দ্য সিটি ব্যাংক লিমিটেডের ইসলামিক সেভিংস স্কিমের তথ্য
জমার পরিমাণ: প্রতিমাসে ৫০০/১,০০০/২,০০০/৩,০০০ টাকা
সেভিংস স্কিমের মেয়াদ: ২/৩/৪ বছর
মুনাফা: মাসশেষে দ্য সিটি ব্যাংক লিমিটেড দ্বারা ধার্য হবে
দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারি শুল্ক প্রযোজ্য হবে ।
আপনার বিকাশ অ্যাপ থেকে আপনি একাধিক সেভিংস স্কিম খুলতে পারবেন
সেভিংস স্কিমে নমিনির তথ্য প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবেন
সেভিংস স্কিমের জন্য বিকাশ/দ্য সিটি ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে কোনো লুকানো/অতিরিক্ত চার্জ নেই

৩ মাস পূর্ণ হবার আগে দ্য সিটি ব্যাংক লিমিটেডের সাথে কোনো সেভিংস স্কিম বাতিল করা সম্ভব নয়। তবে আপনি ৩ মাস শেষে যেকোনো সময় এনক্যাশমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারবেন
আপনার বিকাশ একাউন্টের পিন এবং ভেরিফিকেশন কোড কখনো কারো সাথে শেয়ার বা প্রকাশ করবেননা। আপনার বিকাশ একাউন্টের পিন, ওটিপি এবং অন্যান্য তথ্য যদি অন্য কেউ ব্যবহার করে এবং প্রতারণামূলকভাবে এই সঞ্চয় সুবিধা বাতিল করে দেয় তবে বিকাশ-এর কোনো দায় বহন করবেনা

আরও পড়ুন >>এবি ব্যাংক এর সকল প্রকার লোন সুবিধা

আপনি যদি মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আপনার সেভিংস স্কিম বন্ধ করতে চান, তবে আপনি আপনার নির্বাচিত সেভিংস স্কিম অনুযায়ী সম্পূর্ণ মুনাফা নাও পেতে পারেন। অর্জিত মুনাফা সম্পর্কিত আরো তথ্যের জন্য অনুগ্রহ করে দ্য সিটি ব্যাংক লিমিটেডের শর্তাবলি দেখুন

বিকাশ নির্ধারিত তারিখে গ্রাহকদের আমানত/কিস্তির পরিমাণ সংগ্রহের অধিকার সংরক্ষণ করে। আপনার বিকাশ গ্রাহক একাউন্টে পর্যাপ্ত ব্যালান্স/অর্থ না থাকলে বা কিস্তির টাকা একাউন্ট থেকে কেটে নেওয়ার সময় আপনার একাউন্ট সক্রিয় না থাকলে লেনদেন ব্যর্থ হবে এবং এক্ষেত্রে পরবর্তী সাত দিন বিকাশ আপনার একাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার চেষ্টা করবে। যদি আপনার বিকাশ একাউন্টে অপর্যাপ্ত ব্যালেন্স/একাউন্ট স্থিতি থাকার কারণে অথবা একাউন্ট সক্রিয় না থাকার কারণে কিস্তির টাকা কেটে নেওয়া সম্ভব না হয়, তবে আপনি উক্ত দিনের মুনাফা পাবেননা

যদি কিস্তি সংগ্রহের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয়, তবে তবে আপনি কিস্তি প্রদানে ব্যর্থ হয়েছেন বলে গণ্য হবে এবং উক্ত আমানতের পরিমাণের উপর আপনি মুনাফা পাবেননা। বিকাশের মাধ্যমে সঞ্চয় নিজেই
বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় উল্লিখিত শর্তাবলি পরিবর্তন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে

আমার নিজের একটি সেভিং একাউন্টের বর্তমান ব্যালেন্স সহ স্কীনশর্ট নিচে প্রদান করলাম কিভাবে বিকাশের মাধ্যমে সঞ্চয় গড়ে তুলেছি।

Check Also

মোটর সাইকেল রেজিষ্ট্রেশন ফি

মোটর সাইকেল রেজিষ্ট্রেশন ফি 2024-2025

Spread the loveমোটর সাইকেল রেজিষ্ট্রেশন করার জন্য আমরা সকলেই জানি যে বাইক রেজিষ্ট্রেশন ফি ৩০০০০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *