বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ) নিয়োগ

Spread the love

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ)

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট (বিআরটিএ) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। উক্ত প্রতিষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে মোট ২২টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)
পদের নামঃ
১। উচ্চমান সহকারী/কম্পিউটার অপারেটর-০২টি
২। কম্পিউটার অপারেটর-০৩টি
৩। অডিটর-০১টি
৪। মেকানিক্যাল এসিস্ট্যান্ট-০৭টি
৫। অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৩টি
৬। অফিস সহায়ক-০৫টি
৭। নিরাপত্তা প্রহরী-০১টি

আরো পড়ুন >> দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় । গুরুত্বপূর্ণ ২০টি হাদিস

পদের সংখ্যাঃ মোট ২২ টি
বেতনঃ ২০০১০ থেকে ২৬৫৯০/- পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর হতে হবে
অন্যান্য অভিজ্ঞতাঃ সকল পদে কম্পিউটার অভিজ্ঞা প্রয়োজন
প্রার্থীর বয়সঃ ৩০ হতে ৩২ বছর পর্যন্ত

আবেদন শুরুর সময়ঃ ২০ মার্চ ২০২২ ইং
আবেদন শেষের সময়ঃ ২৮ এপ্রিল ২০২২ ইং
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
আবেদন ফিঃ (১নং-৫নং পদের জন্য )১০০/- টাকা এবং অন্যান্য পদের জন্য ৫০/- টাকা (Teletalk Mobile এর মাধ্যমে প্রদান করতে হবে)

zohabd-apply button

** আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
** আবেদনের অফিশিয়াল Website:http://www.brta.gov.bd এবং আবেদন ঠিকানা: http://brta.teletalk.com.bd
আবেদনের ঠিকানাঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ১৮ মার্চ ২০২২ ইং তারিখে

ভিডিও দেখুন >> যোহরে জানাজা । Kemon Kora Ghumao Tumi Gojol 2022

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *