বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত বিআরটিএ BRTA তে বেশকিছু পদে লোক নিয়োগ করা হবে।
সে মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে যা শেষ তারিখ 24/04/2019 ইং।
১। পদের নাম: হিসাবরক্ষক -01 জন
বেতন: 11000-26590 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): বানিজ্য বিভাগে স্নাতক ডিগ্রীসহ (B.com) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
২। মেকানিক্যাল এসিস্ট্যান্ট (অস্থায়ী)- 07 জন
বেতন: 10200-24680 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, (Automobile/Automobile Trade) এ কারিগরী বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ।কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৩। সহকারী মোটরযান পরিদর্শক অস্থায়ী – 02 জন
বেতন: 10200-24680 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, (Automobile/Automobile Trade) এ কারিগরী বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ।কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন
৪। রেকর্ড কিপার অস্থায়ী – 01 জন
বেতন: 9300-22490 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): বানিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৫। অফিস সহায়ক অস্থায়ী -08 জন
বেতন: 8250-20010 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
৬। নিরাপত্তা প্রহরী অস্থায়ী – 01 জন
বেতন: 8250-20010 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদনের নিয়ম: বিআরটিএ ওয়েব সাইটে www.brta.gov.bd থেকে সংগ্রহ ফরমে যথাযথ ভাবে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: 24/04/2019 ইং
আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), বিআরটিএ ভবন, সদর কার্যালয়, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২।
ফি: 01-04 নং পদের জন্য 100 টাকা এবং 05-06 নং পদের জন্য 50 টাকা।
চালান নং: ৫০৪৩-০০০০-২৬৮১ খাতে ট্রেজারি করতে হবে।
বয়স: 18 হতে 30 বছর।
জেলা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলাসমূহের প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই।