পদের নাম: পিএলআই এ্যাকাউন্টেন্ট (PLI Accountant)
পদের সংখ্যা: 19 জন
বেতন: 10200-24680 Tk
শিক্ষাগত যোগ্যতা: BA/BSS/B.com বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
জেলা: Rongpur, Rajshahi, Khulna, Borishal বিভাগের সকল জেলা এবং Foridpur জেলার প্রার্থীগণ আবেদন করতে পারিবেন।
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Shunt intermediate cum computer operator)
পদের সংখ্যা: 7 জন
বেতন: 10200-24680 Tk
শিক্ষাগত যোগ্যতা: HSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে বাংলা ও ইংরেজীতে গতি যথাক্রমে 80 ও 60 এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে বাংলা ও ইংরেজীতে গতি যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে
জেলা: পূর্বের ন্যায়।
পদের নাম: পিএলআই এ্যাকাউন্টেন্ট (Field)
পদের সংখ্যা: 2 জন
বেতন: 9700-2390 Tk
শিক্ষাগত যোগ্যতা: HSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতার প্রযোজ্য নহে
জেলা: পূর্বের ন্যায়।
পদের নাম: পিএলআই হিসাব সহকারী (PLI Accounts Assistant)
পদের সংখ্যা: 22 জন
বেতন: 9300-22490 Tk
শিক্ষাগত যোগ্যতা: Higher Secondary equivalents পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
জেলা: পূর্বের ন্যায়।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)
পদের সংখ্যা:2 জন
বেতন: 9300-22490 Tk
শিক্ষাগত যোগ্যতা: Higher Secondary equivalents পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।
জেলা: পূর্বের ন্যায়।
আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC
আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: ড্রাইভার (ভারী) (Driver (heavy)
পদের সংখ্যা: 1 জন
বেতন: 9700-23490 Tk
শিক্ষাগত যোগ্যতা: Secondary equivalents পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, গাড়ী চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
জেলা: পূর্বের ন্যায়।
আবেদনের নিয়ম: জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিদিষ্ট আবেদনের মডেল অনুসারে A4 Page আবেদন করতে হবে।চালানের মূল কপি আবেদন পত্রের সহিত দিতে হবে। 10 টাকার ডাক টিকেট লাগানো 23×10 c.m. সাইজের একটি খাম ঠিকানা সহ আবেদনের সহিত প্রদান করতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর।
আবেদন ফি: 1540202-154020200000-1422326 নম্বরে 100 টাকা চালন করতে হবে।
বয়স: প্রার্থীর বয়স-30-04-2019 তারিখ হিসেবে অনুর্ধ্ব 30 বছর এবং মুক্তিযুদ্ধা ও অন্যান্য কোটায় 32 বছর প্রযোজ্য।