বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ৮৭টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ
পদের নামঃ
১। কনিষ্ঠ সহকার নৌ সংরক্ষণ ও পরিচালন তত্ত্বাবধায়ক -০২ জন
২। সহারী ইকো সাউন্ডার প্রকৌশলী -০১ জন
৩। নদী জরিপকারী -০১ জন
৪। সহকারী পরিচালক – ০২ জন
৫। সহকারী পরিচালক (মেরিন সেফটি) -০১ জন
৬। প্রশিক্ষখ (ডেক), ডিইপিটিসি -০৩ জন
৭। কনিষ্ঠ নদী জরিপকারী – ০৩ জন
৮। তত্ত্বাবধায়ক-কাম রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী – ১৩ জন
৯। সহকারী এবং কোষাধ্যক্ষ -০১ জন
আরও পড়ুন >> ইসলামী ব্যাংক এর সহজ লোন সুবিধা । IBBL Easy Loan
১০। ওয়েল্ডার – ০২ জন
১১। নিম্নমান সহকারী/মুদ্রাক্ষরিক -০১ জন
১২। ড্রাইভার – ০২ জন
১৩। গ্রীজার – ০৬ জন
১৪। লস্কর – ৪১ জন
১৫। তোপাষ – ০১ জন
১৬। অফিস সহায়ক -০৪ জন
১৭। ঝাড়ুদার/পরিচ্ছন্নতা কর্মী – ০৩ জন।
বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (০১ মে ২০২২ ইং হিসেবে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতাঃ সকল শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে দেখানো পদের পার্শ্বে উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ সকল পদে অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যাঃ মোট ৮৭ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Online এ আবেদন শুরুর সময়ঃ ২০ মে ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ৩১ মে ২০২২ ইং
পরিক্ষার ফিঃ ১ থেকে ৭ নং পদের জন্য ৩২০ টাকা এবং অন্যান্য পদের জন্য ২১৫ টাকা
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://jobsbiwta.gov.bd এবং আবেদন ঠিকানা: http://jobsbiwta.gov.bd
প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক উত্তেফাক ১৮ মে ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।