আল্লাহ পাকের এই ক্ষনস্থায়ী দুনিয়াতে পৃথিবীর মোহে পড়ে আমাদের আমলিয়াত জিন্দেগীকে শেষ করে ফেলছি। আমরা কি একটি বারও ভেবে দেখেছি আমরা এক সময় মাতৃগর্ভে নিষ্প্রাণ ছিলাম আল্লাহপাক সেখানে প্রাণের সঞ্চার করলেন । দীর্ঘ ১০ মাস ১০ দিন পর আল্লাহপাকের হুকুমে আমার আপনার জন্ম হলো এই ধরাধামে ।
আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে মাতৃগর্ভ থেকেই নিঃশেষ করে দিতে পারতেন আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন “ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আম ওয়াতান ফা আহয়িআকুম ছুম্মা ইউমিতুকুম ছুম্মা……… ছুম্মা ইলাইহি তুরযাউন”আলকুরআন (সুরা আল বাকারাহ আয়াত ২৮) সেই পিতা মাতার ঋণ কখনই কি শোধ করা সম্ভব আমরা চেষ্টা করে দেখি
আরও পড়ুন>> ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ব্রাঞ্চ ও জোনাল অফিস
পিতা মাতার জীবিত ও মৃত অবস্থায় ১৪ টি হক রয়েছে যা আমাতদর জন্য পালন করা অতীব জরুরী নিম্নে তা তুওল ধরা হলো।
জীবিত অবস্থায় ৭ টি হকঃ
১। পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
২। পিতামাতাকে মনেপ্রাণে ভালবাসা।
৩। পিতামাতার আদেশ মেনে চলা।
৪। পিতামাতার খেদমত করা।
৫। পিতামাতার হাজত পূর্ণ করা।
৬। পিতামাতাকে সুখ শান্তিতে রাখার চেষ্টা করা।
৭। পিতামাতাকে সময়মত দেখাশুনা করা।
মৃত অবস্থায় পিতামাতার ৭টি হকঃ
১। পিতামাতার মাগফিরাত কামনা করা।
২। পিতামাতাকে উদ্দেশ্য করে সাওয়াব পৌঁছানো।
৩। পিতামাতার সঙ্গীদের ইজ্জত সম্মান করা।
৪। পিতামাতার সঙ্গীসাথীদের সাহায্য করা।
৫। পিতামাতার ঋন পরিশোধ করা।
৬। পিতামাতার কোন অসিয়ত থাকলে তা পুরণ করা।
৭। পিতামাতার কবর জিয়ারত করা।
আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনার মাসে এ আমলটুকু পালন করার তাওফিক দান করুন আল্লাহুম্মা আমিন।