পদ্মা সেতুর অজানা তথ্য – পদ্মা সেতু আগামী ২৫ জুন ২০২২ ইং তারিখে উদ্বোধন হয়েছে এবং ঐ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি গণভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।
চলুন দেখে আসি পদ্মা সেতুর অজানা তথ্য ও সকল খুটি নাটি অজানা তথ্য এবং সেতুতে গাড়ী চলাচল করতে আপনাকে কতটাকা গুনতে হবে।
১। বিশ্বের ১১তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু।
২। সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করতে হয়েছে।
৩। এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
৪। সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM.
৫। সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)।
৬। প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)।
৭। নির্মাণকাজ শুরু হয় ৭ ডিসেম্বর ২০১৪ ইং।
৮। সেতু উদ্বোধন ২৫ জুন ২০২২ ইং।
৯। সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।
ভিডিও >> অযোগ্য ব্যক্তির স্থান এখন সবার উপর । হাবিবুল্লাহ কাওছারী
১০। সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস।
১১। প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে।
১২। ভূমিকম্প সহনশীল মাত্রা – ৯
১৩। সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক- ১৮ কিলোমিটার এবং পিলার- ৮১টি, মোট স্প্যান সংখ্যা – ৪১
১৪। প্রতিটি স্পেনের দৈর্ঘ্য – ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন – ৩ হাজার ২০০ টন
১৫। সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)
১৬। পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট।
১৭। সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় থাকবে রেললাইন।
১৮। সংযোগ সড়ক হচ্ছে জাজিরা ও মাওয়া।
১৯। সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার। (পদ্মা সেতুর অজানা তথ্য)
২০। দুই পাড়ে নদী শাসন ১২ কিলোমিটার।
২১। মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ের সঙ্গে শরীয়তপুর ও মাদারীপুর জেলার সরাসরি সংযোগ স্থাপিত হবে।
২২। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে।
More Gadgets >> Walton WSI-INVERNA 1 Ton 12C Smart AC
পদ্মা সেতু – পদ্মা সেতুর অজানা তথ্য
পদ্মা সেতুর বর্তমান টোল হিসাব
১। মোটরসাইকেলে ১০০ টাকা
২। কার বা জিপে ৭৫০ টাকা
৩। পিকআপ ভ্যানে ১২০০ টাকা
৪। মাইক্রোবাসে ১৩০০ টাকা
৫। ছোট বাসে (৩১ আসন বা এর কম) ১৪০০ টাকা
৬। মাঝারি বাসে (৩২ আসন বা এর বেশি) ২০০০ টাকা
৭। বড় বাসে (৩ এক্সেল) ২৪০০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
৮। ছোট ট্রাকে (৫ টন পর্যন্ত) ১৬০০ টাকা
৯। মাঝারি ট্রাকে (৫ টনের বেশি থেকে ৮ টন) ২১০০ টাকা
১০। মাঝারি ট্রাক (৮ টনের বেশি থেকে ১১ টন পর্যন্ত) ২৮০০ টাকা
১১। ট্রাক (৩ এক্সেল পর্যন্ত) ৫৫০০ টাকা
১২। ট্রেইলার (৪ এক্সেল পর্যন্ত) ৬০০০ টাকা
১৩। ট্রেইলার (৪ এক্সেলের বেশি) ৬০০০ টাকার সঙ্গে প্রতি এক্সেলে ১ হাজার ৫০০ টাকা করে যোগ করে টোল দিতে হবে।
আরও পড়ুন >> বাংলা ব্যাকরণের ১০০টি সন্ধি বিচ্ছেদ
Padma Bridge – পদ্মা সেতুর অজানা তথ্য
বিঃদ্রঃ ( সকল তথ্য উইকিপিডিয়া ও দৈনিক পত্রিকা থেকে সংগ্রহীত)