দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভূক্ত নিম্নবর্ণিত ৩য় ও ৪র্থ শ্রেণির শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইন (Online) এ আবেদন আহবান করা যাচ্ছে।

১। কম্পিউটার অপারেটর – ০১ (এক) টি
গ্রেড বেতনঃ ১১,০০০-২৬,৫৯০/-
যোগ্যতাঃ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতাঃ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২। উচ্চমান সহকারী – ২৩ (তেইশ) টি
গ্রেড বেতনঃ ১০,২০০-২৪৬৮০/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অভিজ্ঞতাঃ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৩। ওয়্যারলেস অপারেটর – ০৭ (সাত) টি
বেতনঃ ৯,৭০০-২৩,৪৯০/-
শিক্ষাগত যোগ্যতাঃ সরকার অনুমোদিত টিএন্ডটি ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট । কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৪। অফিস সহকারী-কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১১৫ (একশত পনের) টি
বেতনঃ ৯,৩০০-২২৪৯০/-
শিক্ষাগত যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক
সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৫। গাড়িচালক – ০৪ (চার) টি
বেতনঃ ৯,৩০০-২২৪৯০/-
৮ম শ্রেণি/জেএসসি বা সমমানের পরীক্ষায় উৰ্ত্তীণ। বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার ৩ (তিন) বছরের অভিজ্ঞতা।

৬। অফিস সহায়ক – ১২ (বার) টি
বেতনঃ ৮,২৫০-২০,০১০/-
কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৭। নিরাপত্তা প্রহরী – ১১ (এগার) টি
বেতনঃ ৮,২৫০-২০,০১০/-
৮ম শ্রেণিজেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন >> ১০টি প্রয়োজনীয় ক্যামেরা এক্সেসোরিজ যা থাকা প্রয়োজন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

অনলাইনে আবেদন শর্তাবলীঃ
১। বয়সঃ ২৪-০৬-২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে।
২। অন্যান্য কোটায় বয়স অনুর্ধ্ব ৩২ বছর।
৩। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ (চল্লিশ) বছর পর্যন্ত শিথিলযােগ্য।

আবেদন করার সময়সীমাঃ
i. Online-এ আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৫-০৫-২০২২ খ্রি. সকাল ১০:০০ টা হতে।
ii. ii. Online-এ আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় : ২৪-০৬-২০২২ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
iii. iii. উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদন Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে যে কোনাে Teletalk Pre-paid mobile থেকে এসএমএস করে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

zohabd-apply button

Online এ আবেদন পত্র পূরণের নিয়মাবলীঃ
প্রার্থীগণ http:/ddmr.teletalk.com.bd ওয়েব সাইটে প্রবেশ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে হবে।

অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফিঃ
১। পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং- ০১ হতে ০৫ পর্যন্ত ১০০/- টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা মােট ১১২/- টাকা
২। ক্রমিক নং- ০৬ হতে ০৭ পর্যন্ত ৫০/- টাকা; টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকা মােট ৫৬/- টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।

More Offer >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

Check Also

Bangladesh Commerce Bank

Bangladesh Commerce Bank Probationary Officers

Spread the loveBangladesh Commerce Bank Limited (BCBL), a public limited company, currently has 50.41% of …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *