অপেক্ষা
যদি কোন দিন হারিয়ে যাই
ঐ দূরের নীলিমার শেষে,
থাকবে তাে তুমি আমার অপেক্ষায়।
থাকবো আমি তোমার স্বপ্নে, তোমার কল্পনায়,
রাখবে তো আমায় তোমার গল্পে তোমার কবিতায়।
তোমার ভাবনায় একটু ঠাই দিও
আমার অস্তিত্বে তোমার জায়গা করে নিও
আমি তোমার সেই সাদা ক্যানভাস,
আমাকে তোমার রঙে রাঙিয়ে দিও।
খুঁজে নিবেতো আমায় তোমার অন্তরালে?
অপেক্ষার শেষে আমার চোখে চেয়ে।
মুচকি হেসে বলবেতো-
কেন লুকোচুরি মিছামিছি। ভালবাসি ভালবাসি।
বিএ-৯২২৯ লেঃ নুসরাত জাহান ইল্লিঈন।
অফিসার্স বেসিক কোর্স (সিগস্)-৪১
একুশের ছড়া
ফাগুন এলেই আগুন লাগে
কৃষ্ণচূড়ার গায়।
বুকটা ভীষণ খাঁ খাঁ করে
পেছন ফিরে চায়
রৌদ্রজ্বালা পিচের উপর
লক্ষ নিযুত পা
মুখে ছিল ভাষার দাবী
উর্দু মানবো না।
সেদিন ছিল একুশ তারিখ
ফেব্রুয়ারি মাস।
বাংলা ভাষার জন্য ঢাকায়
পড়েছিল লাশ।
সালাম, রফিক আরো কত
থাকো থাকো নাম
মায়ের ভাষার জন্য জীবন
করলো বলিদান।।
নং ১৬১৯৭৮৪ সৈনিক (টেকনিশিয়ান)
মোঃ মেহেদী হাসান। ৮সিগন্যাল ব্যাটালিয়ন
সেই মেয়েটি
হাজারো স্বপ্ন নিয়ে
ছোট থেকে ধীরে ধীরে
বড় হওয়া মেয়েটি
আজ অনেক বড়।
হাজারো মেয়ের মধ্যে
সেই মেয়েটিই
একমাত্র নিরীহ, অসহায়
হাজারো কষ্টের মাঝে
সেই মেয়েটিই স্বপ্ন দেখছে
ভবিষ্যতে ভালো থাকার
হাজারো রকম সমস্যার
সম্মুখীন হয়ে
সেই মেয়েটিই আজ,
অগ্রসর হচ্ছে দেশের একজন সৈনিক হিসেবে।
সৈনিক (অপারেটর) খাদিজা ১০ সিগন্যাল ব্যাটালিয়ন