বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফণী’ আগামীকাল শুক্রবার 03 May 2019 বাংলাদেশে আঘাত হানতে পারে। বাংলাদেশ অতিক্রমের সময় এটির গতি হবে ঘণ্টায় 150 থেকে 180 কিলোমিটার। ঘূর্ণিঝড় ফণী এখন উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে।
বর্তমানে মংলা থেকে 925 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। যেকোনো ভাবেই হোক ফণী বাংলাদেশে আসবেই। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে উপকূলের নিম্নাঞ্চল। মূলত খুলনা অঞ্চল দিয়েই এই ঝড় আসবে।
এছাড়াও চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা প্লাবিত হবে।
আরও পড়ুন >> গ্রামীনফোন নতুন সিমের অফার ।। নতুন সিমে ২০ জিবি ফ্রি
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এমনটাই জানানো হয়েছে। সুপার সাইক্লোনে রূপ নেয়া ঘূর্ণিঝড় ‘ফণী’ বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1060 কিমি দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1025 কিমি দক্ষিণ-পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 915 কিমি দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 925 কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
শুক্রবার বিকাল নাগাদ ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে এবং পরবর্তী সময় উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে হয়ে শুক্রবার সন্ধ্যা নাগাদ খুলনা ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এলাকায় পৌঁছাতে পারে।
সকালে এক ব্রিফিংয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমদ জানান, ঘূর্ণিঝড় ফণী এখন উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে মংলা থেকে 925 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় 160 থেকে 180 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হচ্ছে। এ কারণে ভারতীয় উপকূল অতিক্রম করার পরও বাংলাদেশে আসার সম্ভাবনা ঘূর্ণিঝড় ফণীর।
সাবধানে থাকুন, সুস্থ্য থাকুন।