কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড আওতায় বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ Skills for Employment Investment Program (SEIP) প্রকল্প বাস্তবায়ন করিতেছে।
১। পদের নাম: সহযোগী অধ্যাপক (ডাক্তার অথবা নার্স) -০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
২। পদের নাম: সহযোগী অধ্যাপক (ডাক্তার অথবা নার্স) -০৪ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
৩। পদের নাম: প্রভাষক (ডাক্তার অথবা নার্স) -০১২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
আবেদনের শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীগণকে উপরোল্লিখিত কাগজপত্রাদি সহ আবেদন নিম্ন ঠিকানায় ৩১ মার্চ, ২০২২ ইং তারিখের মধ্যে পাঠাতে হইবে।
২। আবেদনের ঠিকানা: প্রধান সমন্বয়কারী, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল(বিডি) লিঃ, SEIP প্রকল্প কুমুদিনী কমপ্লেক্স, কুমুদিনী হাসপাতাল, মির্জাপুর, টাংগাইল।
শাহ্ মখদুম মেডিকেল কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত শাহ্ মখদুম মেডিকেল কলেজ হসপিটাল, রাজশাহী এর জন্য নিম্নবর্ণিত পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আরো পড়ুন>> ওজু বা পবিত্রতা ছাড়া সালাত কবুল হয় না । অযুর গুরুত্ব
পদের নামঃ
১। অধ্যক্ষ
২। অধ্যাপক/সহযোগী এবং অধ্যাপক/প্রভাষক
৩। এক্সজিকিউটিভ ডাইরেক্টর
৪। ডাইরেক্টর (হসপিটাল)
৫। রেজিস্ট্রার/সহ রেজিস্ট্রার/মেডিকেল অফিসার
৬। সিনিয়র স্টাফ নার্স
৭। মেডিকেল টেকনোলজিস্ট
৮। স্টোর অফিসার/ওয়ার্ড মাস্টার
৯। অফিস সহ: কাম কম্পিউটার অপারেটর
১০। পিয়ন/ওয়ার্ড বয়
১১। ক্লিনার।
আবেদনের শর্তাবলী:
১। আগ্রহী প্রার্থীগণকে উপরোল্লিখিত কাগজপত্রাদি সহ আবেদন নিম্ন ঠিকানায় ২৮ মার্চ, ২০২২ ইং তারিখের মধ্যে পাঠাতে হইবে।
২। আবেদনের ঠিকানা: কলেজ কার্যালয়, খড়খড়ি, চন্দ্রিমা, রাজশাহী-৬২০৪।
অথবা, ঢাকা লিয়াজো অফিস, বাসা-১০/এ, রোড নং-৪৮, গুলশান-২, ঢাকা।
সকল বিজ্ঞপ্তির সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২০ মার্চ ২০২২ ইং
ভিডিও >> ৩টি তাসবিহ উচ্চরণ করলেই ৮টি বেহেস্তের দরজা খোলা | মাওলানা বজলুর রশিদ বগুড়া