আপনার স্মার্টফোন কিভাবে দ্রুত চার্জ করবেন

Spread the love

আপনার স্মার্টফোন কিভাবে দ্রুত চার্জ করা যাই সে সকল বিষয় আজকে আপনাদের কাছে খুটি নাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো। জানি অনেকেই জানের এ সকল বিষয় তবুও আমি জানি অনেক বিষয় আছে যেগুলো আপনি জানেন না। চলুন দেখে আসা যাক সে সকল বিষয়গুলো। আপনার কাজেও লাগতে পারে।

আপনার স্মার্টফোন -বর্তমান সকল ধরনের ডিভাইজ ইলেট্রনিক্স বা ব্যাটারী দ্বারা চালিত। সকল ডিভাইজে চার্জ দেওয়া জরুরী। ব্যস্ত জীবনে দরকারী ডিভাইজ গুলো দ্রুত চার্জ দেওয়াও জরুরী। আমাদের স্মার্টফোন দৈনন্দিন জীবনের অতপত ভাবে জড়িত। প্রয়োজনের সময় ফোনের ব্যাটারি শেষ হলে সমস্যার শেষ থাকে না। তাই সমস্যা সমাধানে জন্য কয়েক বছরে বাজারে এসেছে ফাস্ট চার্জিং ব্যবস্থা। যা ব্যবহার করে আমরা দ্রুত স্মার্টফোনের ব্যাটারি চার্জ করে নিতে পারি।

আমাদের নিজের ভুলে স্মার্টফোন গুলো চার্জে দেরি হয়। জেনে নেওয়া যাক কিভাবে চার্জ করলে স্মার্টফোন দ্রুত চার্জ হবে এবং আমাদের সময় বাঁচবে

আরও পড়ুন >> এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম – AC Remote

১। আপনার স্মার্টফোন সর্বোচ্চ কত স্পিডে চার্জ দেওয়ার ক্ষমাত রয়েছে সেটা জেনে নেই।
২। আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে কিনা?
৩। সর্বোচ্চ স্পিডের একটি ফাস্ট চার্জার বাজার কিনে নিন।
৪। ফাস্ট চার্জার এই চার্জারে ফোন চার্জ করলে আগের থেকে দ্রুতগতিতে চার্জ হবে ফোন।
৫। ফোন চার্জিংয়ের সময় ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পট বন্ধ রাখুন।

আপনার স্মার্টফোন

৬। ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, হটস্পট ব্যাটারি নষ্ট করে চার্জ বেশি লাগে।
৭। দ্রুত চার্জ করতে ইউএসবি পোর্ট পরিহার করুন।
৮। ওয়াল চার্জার ব্যবহার করে ফোন দ্রুত চার্জ করুন।
৯। আসল কেবেলের মাধ্যমে ফোন চার্জ করার চেষ্টা করুন।
১০। কম দামের কেবেলে চার্জিং স্পিড অনেকটা কম হয়।

More Product >> The best 5 digital watch in 2023

১১। চার্জিংয়ের সময় ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো বন্ধ রাখুন।
১২। ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলো ব্যাটারি নষ্ট করে, তাই বন্ধ রাখলে স্মার্টফোন দ্রুত চার্জ হবে ।
১৩। দ্রুত ফোন চার্জিং করার সময় এয়ারপ্লেন মোড এনেবেল করুন।
১৪। ব্যাটারির একটি নির্দিষ্ট আয়ু থাকে, তাই প্রত্যেকবার চার্জের পরে আয়ু কিছুটা কমে যায়। সারা রাত ফোন চার্জ করবেন না।

১৫। ব্যাটারি সর্বদা ৮০ শতাংশ চার্জ হলে চার্জার প্লাগ খুলে ফেলুন।
১৬। চার্জিংয়ের সময় ফোন ব্যবহার করবেন না।
১৭। আপনার স্মার্টফোন চার্জিংয়ের সময় ফোনে কথা বলা অথবা গেম খেলা খেলবেন না।

 

উপরোক্ত বিষয়গুলো মনে রাখলে আপনার স্মার্টফোন দ্রুত চার্জ একদিকে যেমন ফোনের ভালো থাকবে অন্যদিকে ব্যাটারি দ্রুত চার্জ হবে। আপনার ফোন আপনার কষ্টের টাকায় কেনা তাই ফোনটি যত্নে রাখুন এবং নিরাপদে থাকুন।

Check Also

WhatsApp

WhatsApp Messenger-01 সেট-আপ এবং ব্যবহার সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন

Spread the loveWhatsApp Messenger কি? WhatsApp একটি জনপ্রিয় এবং ফ্রি মেসেজিং অ্যাপ্লিকেশন যা বিশ্বের বিভিন্ন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *