এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম – AC Remote

Spread the love

এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম – এসি এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় একটি পণ্য। প্রচন্ড গরমে একফোটা শান্তির পরশ পেতে আমরা প্রায়ই ঘরে এসি লাগিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো সঠিক পদ্ধতিতে রিমোট ব্যবহার না পারায় এসি থেকে প্রয়োজনমত সুবিধা ভোগ করতে পারি না। চলুন দেখে আসি একটি রিমোট সঠিক ব্যবহার কি?

(·)এসি অন/অফ করতে এই বাটন প্রেস করুন। এসি বন্ধ থাকলে শুধু পূর্বের সেটিং মোড ডিসপ্লেতে দেখাবে।

(- +) তাপমাত্রা সমন্বয়ের জন্য (প্লাস মাইনাস) বাটন ব্যবহার করুন। তাপমাত্রার বিস্তার ১৬-৩১ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়াতে (+) বাটন এবং তাপমাত্রা কমাতে (-) বাটন প্রেস করুন। ফারেনহাইটে তাপমাত্রা দেখতে (–) বাটন এবং («») বাটন একসাথে প্রেস করে ৩ সেকেন্ড ধরে রাখুন।

(MODE) প্রয়োজনীয় মোড নির্বাচন করতে এই বাটন প্রেস করুন। আপনি কুল, হিট, ড্রাই, ফ্যান, অটো- এই পাঁচ ধরনের মোডের মধ্যে যেকোন মোড সিলেক্ট করতে পারেন।

(Eco) বিদ্যুৎ সাশ্রয়ী মোড় অন করতে এই বাটন প্রেস করুন।

(HEALTH) হেলথ ফাংশন কার্যকর/অকার্যকর করার জন্য (HEALTH) বাটনটি প্রেস করুন । (HEALTH) বাটন না থাকলে (Eco) বাটন ৩ সেকেন্ড ধরে রেখে (HEALTH) ফাংশন কার্যকর/অকার্যকর করুন।

আরো পড়ুন >> রেল সেবা নতুন অ্যাপ দিয়ে টিকিট কাটুন সহজে

(TIMER) এসি অন/অফ করার সময় পূর্ব নির্ধারণ করতে হলে টাইমার বাটন ব্যবহার করুন। যখন রিমোটের ডিসপ্লেতে ফ্লাশিং হবে তখন টাইম সিলেক্ট করুন। ৩০ মিনিটের ব্যবধানে আপনি টাইম সেট করতে পারবেন। প্রতিবার টাইমার বাটন প্রেস করে সময় সীমা বাড়াতে পারবেন।

(LOCK) বাটনটি প্রেস করে রিমোট কন্ট্রোল লক/আনলক করুন। (LOCK) বাটন না থাকলে (TIMER) বাটন ৩ সেকেন্ড ধরে রেখে রিমোট কন্ট্রোল লক/আনলক করুন।

(FAN) ফ্যান স্পিড (Low/Medium/High/Auto) সিলেক্ট করতে এই বাটন প্রেস করুন।

(SLEEP) এই বাটন ব্যবহার করে আপনি স্লিপ মোড অন/অফ করতে পারবেন।

(DISPLAY) (SLEEP) স্লিপ বাটন ৩ সেকেন্ড ধরে রেখে ডিসপ্লে এলইডি লাইট অন/অফ করতে পারবেন।

(«») ইনডোর ইউনিটের লুভারের ডান বাম movement এর জন্য এই বাটন ব্যবহার করুন।

(^)ইনডোর ইউনিটের লুভারের উপর নিচ movement এর জন্য এই বাটন ব্যবহার করুন।

(TURBOD) রুম খুব দ্রুত ঠান্ডা করার জন্য (*Cooling) মোডে রেখে এই বাটনটি প্রেস করুন। কুলিংহিটিং

এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম- এসির জন্য রুম খুব দ্রুত গরম করার জন্য (Heating) মোডে রেখে এই বাটনটি প্রেস করুন। SLEEP অথবা ECo মোড অন থাকলে এই ফাংশন কাজ করবে না।

AC Remote

DRY MODE – শুষ্ককরণ পদ্ধতি

১। বিদ্যুৎ সংযোগ দিন এবং যন্ত্রটি চালু করতে (·) এই বাটন চাপুন।
২। (MODE) বাটন চাপুন শুল্ককরণ পদ্ধতি বাছাই করার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (\) প্রদর্শিত হয়।
৩। বায়ু প্রবাহের দিক নির্বাচনের জন্য (^) এবং (<>) বাটন চাপুন।
৪। DRY MODE-এ রিমোটের ডিসপ্লেতে কোন তাপমাত্রা দেখা যায় না।
৫। DRY MODE-এ ফ্যান Speed সমন্বয় করা যায় না, সর্বদা Low থাকে।

AUTO MODE – স্বয়ংক্রিয় পদ্ধতি

(MODE) বাটনটি চাপুন স্বয়ংক্রিয় পদ্ধতি বাছাই করার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (D) প্রদর্শিত হয়।

COOL MODE – ঠান্ডাকরণ – এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম

১। বিদ্যুৎ সংযোগ দিন এবং এসি চালু করার জন্য (·) এই বাটনটি চাপুন।
২। (MODE) বাটনটি চাপুন ঠান্ডাকরণ প্রক্রিয়ার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (*) প্রদশিত হয়।
৩। (- +) এই বাটনটি চাপুন তাপমাত্রা সমন্বয়ের জন্য।
৪। (FAH) এই বাটনটি চাপুন ফ্যান Speed নির্বাচনের জন্য।
৫। বায়ু প্রবাহের দিক নির্বাচনের জন্য ((^)) এবং (<>) এই বাটনগুলো চাপুন।
৬। দ্রুত ঠান্ডাকরণের জন্য (TUREO) বাটনটি চাপুন।

নোট : ECO চালু থাকলে TURBO কাজ করবে না।

FAN MODE – বায়ু সঞ্চালন পদ্ধতি

১। বিদ্যুৎ সংযোগ দিন এবং যন্ত্রটি চালু করতে (·) বাটনটি চাপুন।
২। (MODE) বাটনটি চাপুন বায়ু সঞ্চালন প্রক্রিয়া বাছাই করার জন্য যতক্ষণ না রিমোটের ডিসপ্লেতে (*) প্রদর্শিত হয়।
৩। ফ্যান Speed নির্বাচনের জন্য (FAN) বাটনটি চাপুন।
৪। FAN MODE-এ ডিসপ্লেতে কোন টেম্পারেচার প্রদর্শন করে না।
৫। ((^)) এবং (<>) বায়ু প্রবাহের দিক নির্বাচনের জন্য বাটনগুলো চাপুন।

ECO MODE – বিদ্যুৎ সাশ্রয়ী মোড

১। বিদ্যুৎ সাশ্রয়ী মোড চালু করার জন্য (Eco) বাটন চাপুন।
২। রিমোটের ডিসপ্লেতে (Eco) আইকন প্রদর্শন করবে।

নোটঃ (TURBO) চালু থাকলে (Eco) কাজ করবে না।

TIMER ON/OFF – টাইমার নির্ধারণ

১। টাইমার অফ: এসি ON থাকা অবস্থায় (IMMER) বাটন চাপুন। ডিসপ্লেতে 0.5h প্রদর্শন করবে। প্রয়োজন অনুযায়ী ৩০ মিনিটের সময় ব্যবধানে টাইম সেট করুন। টাইম কম বেশি করার জন্য (+ -) বাটন ব্যবহার করুন। যখন থেকে টাইম সেট করবেন তখন থেকে সেট করা সময়ের পর এসি অফ হয়ে যাবে।
২। টাইমার অন: এসি OFF থাকা অবস্থায় (TMER) বাটন চাপুন। ডিসপ্লেতে 0.5h প্রদর্শন করবে। প্রয়োজন অনুযায়ী ৩০ মিনিটের সময় ব্যবধানে টাইম সেট করুন। টাইম কম বেশি করার জন্য বাটন (+ -) ব্যবহার করুন । যখন থেকে টাইম সেট করবেন তখন থেকে সেট করা সময়ের পর এসি অন হয়ে যাবে।

এসির রিমোট ব্যবহার

More Product >> Timex Active Smartwatch Specification & Price

লুভার কার্যক্রম

১। আনুভূমিক লুভার দ্বারা উপর-নিচ বায়ুপ্রবাহ সমন্বিত হয়। সমন্বয়ের জন্য ((^)) বাটন চাপুন। লুভার চলার সময় যদি নির্দিষ্ট দিকে বায়ু সঞ্চালন করতে ((^)) চান তাহলে বাটন আবার চাপুন। এই অবস্থাই লুভার নির্দিষ্ট স্থানে স্থির হয়ে যাবে এবং বায়ু প্রবাহের দিক ফিক্সড হয়ে যাবে।
২। উলম্ব লুভার দ্বারা ডান-বাম দিকের বায়ুপ্রবাহ সমন্বিত হয়। সমন্বয়ের জন্য বাটন চাপুন(<>) লুভার চলার সময় যদি নির্দিষ্ট দিকে বায়ু সঞ্চালন করতে চান তাহলে (<>) বাটন আবার চাপুন। এই অবস্থাই লুভার নির্দিষ্ট স্থানে স্থির হয়ে যাবে এবং বায়ু প্রবাহের দিক ফিক্সড হয়ে যাবে।

আনুভূমিক এবং উলম্ব লুভার হাত দিয়ে কখনই ঘোরাবেন না। অন্যথায় Stepper Motor নষ্ট হয়ে যেতে পারে অথবা লুভার পজিশন থেকে সরে গিয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

স্লিপ ফাংশন

১। ফ্লিপ ফাংশন শুধুমাত্র শীতলীকরণ পদ্ধতিতে কাজ করে।
২। (SLEEP) বাটন চাপুন স্লিপ ফাংশন চালু করার জন্য।
৩। স্লিপ ফাংশন চালু হলে রিমোর্টের ডিসপ্লেতে (*) প্রদর্শন করবে।
৪। সময়ের সাথে Set Temperature স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
৫। Sound Sleep-এর জন্য এই মোড খুব উপযোগী।

এসির রিমোট ব্যবহারের সহজ নিয়ম – ট্রায়াল অপারেশন

১। মেইন সুইচ অন করুন।
২। রিমোটকে ডিসপ্লের দিকে তাক করে ধরুন এবং অন/অফ বাটন চাপুন, আপনি যদি বিপ শব্দ শুনতে পান তাহলে বুঝতে হবে রিমোট ঠিক আছে।
৩। রিমোট দিয়ে কুল মোড সিলেক্ট করুন, এসি দিয়ে ঠান্ডা বাতাস বের হয় কি না লক্ষ্য করুন।
৪। রিমোট দিয়ে ফ্যানের স্পিড লো, মিডিয়াম এবং হাই করে দেখুন । হাই স্পিডে ব্লোয়ার জোরে ঘুরবে।
৫। রিমোট দিয়ে উপর-নিচ, ডান-বাম লুভার চেক করে দেখুন মুভমেন্ট হচ্ছে কি না।
৬। রিমোট দিয়ে TIMER OFFTIMER ON চেক করে দেখুন।

Check Also

uTorrent

uTorrent সেরা ভিডিও ডাইনলোড সফটওয়্যার

Spread the loveuTorrent হল একটি অগ্রগণ্য BitTorrent ক্লায়েন্ট যা সারা বিশ্বে সঙ্গীত, চলচ্চিত্র এবং অন্যান্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *