অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য 11 June 2019 তারিখের মাধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।
০১। পদের নাম: হিসাব রক্ষক-০২ জন
বেতন স্কেল: 12500-30230 টাকা (গ্রেড-১১)
Educational Qualification: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
০২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম -২১ জন
বেতন স্কেল: 11000-26590 টাকা (গ্রেড-১৩)
Educational Qualification: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
(খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
(গ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ;
(ঘ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (ঙ) কম্পিউটারে Word Processingসহ ই-মেইল, ফ্যাক্স
পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
০৩। পদের নাম: ক্যাটালগার-০১ জন
বেতন স্কেল: 10200-24680 টাকা (গ্রেড-১৪)
Educational Qualification: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রী;
(খ)কোনা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।
০৪। পদের নাম: অফিস সহকারী কাম -০৩ জন
বেতন স্কেল: 9300-22490 টাকা (গ্রেড-১৬)
Educational Qualification: (ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC)। কম্পিউটার মুদ্রাক্ষরিক
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ;
(গ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত : এবং (ঘ) কম্পিউটারে Word Processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৫। পদের নাম: অফিস সহায়ক- ২৬ জন
বেতন স্কেল: 8250-20010 টাকা (গ্রেড-২০)
Educational Qualification: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( SSC) বা সমমানের পরীক্ষায়।
আগ্রহী প্রার্থীগণ 12 May 2019 তারিখ সকাল 10am টা থেকে 11 June 2019 তারিখ বিকাল 5.00pm পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। User ID প্রাপ্তির 72 ঘণ্টার মধ্যে 1-4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জসহ 112/- (একশত বার) টাকা এবং 5নং ক্রমিকের জন্য 50/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জসহ 56/- (ছাপ্পান্ন) টাকা জমা প্রদান করবেন।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম