অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিয়োগ

Spread the love

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগের জন্য 11 June 2019 তারিখের মাধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।

০১। পদের নাম: হিসাব রক্ষক-০২ জন
বেতন স্কেল: 12500-30230 টাকা (গ্রেড-১১)
Educational Qualification: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

০২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম -২১ জন
বেতন স্কেল: 11000-26590 টাকা (গ্রেড-১৩)
Educational Qualification: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি
(খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ;
(গ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ;
(ঘ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (ঙ) কম্পিউটারে Word Processingসহ ই-মেইল, ফ্যাক্স
পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

০৩। পদের নাম: ক্যাটালগার-০১ জন
বেতন স্কেল: 10200-24680 টাকা (গ্রেড-১৪)
Educational Qualification: (ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রী;
(খ)কোনা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ।

০৪। পদের নাম: অফিস সহকারী কাম -০৩ জন
বেতন স্কেল: 9300-22490 টাকা (গ্রেড-১৬)
Educational Qualification: (ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC)। কম্পিউটার মুদ্রাক্ষরিক
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
(খ) কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ;
(গ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত : এবং (ঘ) কম্পিউটারে Word Processingসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

০৫। পদের নাম: অফিস সহায়ক- ২৬ জন
বেতন স্কেল: 8250-20010 টাকা (গ্রেড-২০)
Educational Qualification: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( SSC) বা সমমানের পরীক্ষায়।

আগ্রহী প্রার্থীগণ 12 May 2019 তারিখ সকাল 10am টা থেকে 11 June 2019 তারিখ বিকাল 5.00pm পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। User ID প্রাপ্তির 72 ঘণ্টার মধ্যে 1-4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100/- (একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জসহ 112/- (একশত বার) টাকা এবং 5নং ক্রমিকের জন্য 50/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জসহ 56/- (ছাপ্পান্ন) টাকা জমা প্রদান করবেন।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *