অফিসার জেনারেল পদে 2775 জন নিয়োগ ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ১০টি ব্যাংক (সোনালী ব্যাংক লি., জনতা ব্যাংক লি., অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ সমন্বিতভাবে ২০২৩ সাল ভিত্তিক নিম্নোক্ত শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
পদের নামঃ
ক) অফিসার (জেনারেল)
পদ সংখ্যাঃ ২৭৭৫টি
সোনালী ব্যাংক- ১০৫৪ টি
জনতা ব্যাংক -৩০২টি
অগ্রণী ব্যাংক -১০০০টি
রুপালী ব্যাংক –১৫টি
ডেভেলপমেন্ট – ৩৫টি
কৃষি ব্যাংক -২৭৫টি
হাউজিং বিল্ডিং ব্যাংক -২৪টি
প্রবাসী ব্যাংক -১৯টি
কর্মসংস্থান ব্যাংক -৪৫টি
ইনভেস্টমেন্ট ব্যাংক -০৬টি
More Gadgets >> Walton WSI-INVERNA 1 Ton 12C Smart AC
বেতন স্কেলঃ বেতন স্কেল ১৬০০০-১৬৮০০-১৭৬৪০ — ৩৮৬৪০ স্কেল
অন্যান্য সুযোগ সুবিধাঃ তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।
শিক্ষাগত অফিসার জেনারেল
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছরের মেয়াদী স্নাতক/স্নাতক (সন্মান) ডিগ্রী থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযােজ্য হবে।
গ) কোনাে পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযােগ্য হবে না।
আরও পড়ুন >> বাংলা ব্যাকরণের ১০০টি সন্ধি বিচ্ছেদ
বয়সঃ সাধারণ কোটায় ৩০ বছর এবং মুক্তিযুদ্ধা – ৩২ বছর।
আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় :০৯/২/২০২৩ ইং
Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ১৪/০২/২০২৩ ইং
অফিসার জেনারেল পরীক্ষার ফিঃ ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।