অফিসার জেনারেল পদে 2775 জন নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

অফিসার জেনারেল পদে 2775 জন নিয়োগ  ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত ১০টি ব্যাংক (সোনালী ব্যাংক লি., জনতা ব্যাংক লি., অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এ সমন্বিতভাবে ২০২৩ সাল ভিত্তিক নিম্নোক্ত শূন্য পদসমূহ প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নামঃ
ক) অফিসার (জেনারেল)

পদ সংখ্যাঃ ২৭৭৫টি
সোনালী ব্যাংক- ১০৫৪ টি
জনতা ব্যাংক -৩০২টি
অগ্রণী ব্যাংক -১০০০টি
রুপালী ব্যাংক –১৫টি
ডেভেলপমেন্ট – ৩৫টি
কৃষি ব্যাংক -২৭৫টি
হাউজিং বিল্ডিং ব্যাংক -২৪টি
প্রবাসী ব্যাংক -১৯টি
কর্মসংস্থান ব্যাংক -৪৫টি
ইনভেস্টমেন্ট ব্যাংক -০৬টি

More Gadgets >> Walton WSI-INVERNA 1 Ton 12C Smart AC

বেতন স্কেলঃ বেতন স্কেল ১৬০০০-১৬৮০০-১৭৬৪০ — ৩৮৬৪০ স্কেল

অন্যান্য সুযোগ সুবিধাঃ তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

অফিসার (জেনারেল)

শিক্ষাগত অফিসার জেনারেল
ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছরের মেয়াদী স্নাতক/স্নাতক (সন্মান) ডিগ্রী থাকতে হবে।
খ) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ০২(দুই)টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযােজ্য হবে।
গ) কোনাে পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযােগ্য হবে না।

আরও পড়ুন >> বাংলা ব্যাকরণের ১০০টি সন্ধি বিচ্ছেদ

বয়সঃ সাধারণ কোটায় ৩০ বছর এবং মুক্তিযুদ্ধা – ৩২ বছর।

আবেদনপত্র পূরণ ও ফি প্রদানের শেষ তারিখ ও সময় :০৯/২/২০২৩ ইং

Tracking Page সংগ্রহের শেষ তারিখ ও সময় : ১৪/০২/২০২৩ ইং

অফিসার জেনারেল পরীক্ষার ফিঃ ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *