বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ

Spread the love

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে নিম্নবর্ণিত ২৭টি শুণ্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হলো।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট

১। Name of Post: বৈজ্ঞানিক কর্মকর্তা -17 জন
স্থায়ী পদ: কৃষি-11টি, কৃষি প্রকৌশল-01টি, ইলেকট্রনিক্স-01টি, অস্থায়ী- কৃষি-04টি
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান, ৪ বছরের স্নাতক ডিগ্রী।

২। Name of Post: মেডিকেল অফিসার-01 জন।
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি (এমবিবিএস) এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

৩। Name of Post: গ্রোগ্রামার (আইসিটি)-01 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা পদার্থবিজ্ঞান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।

৪। Name of Post: খামার তত্ত্বাবধায়ক-01 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ

৫। Name of Post: ফার্ম ম্যানেজার-07 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।

শুভ সকাল রোমান্টিক মেসেজ

শুভ সকাল রোমান্টিক মেসেজ, সেরা ছন্দ ও এসএমএস 200টি

বিয়ের পর ওজন কেন বাড়েবিয়ে নিয়ে ১০০টি ক্যাপশন, স্ট্যাটাস, ছন্দ ও মজার উক্তি

নিয়োগের শর্তাবলী:
ক) নিদিষ্ট ফরমে আবেদন করতে হবে খ)৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাঠাতে হবে (সোনালী ব্যাংক, বিনা শাখা, ময়মনসিংহ, হিসাব কোড-001000013 কোডে পাঠাতে হবে)।

আবেদনের শেষ তারিখ: 09-05-2019 ইং

আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাকৃবি চত্তর, ময়মনসিংহ-2202

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Loading spinner

Check Also

OnePlus 12

OnePlus 12 – সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও দাম

Spread the loveOnePlus 12 হলো OnePlus-এর প্রিমিয়াম লাইনআপের একটি বৈপ্লবিক স্মার্টফোন, যা সর্বাধুনিক প্রযুক্তি ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *