বাংলাদেশ ডাক বিভাগে জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ ডাক বিভাগে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান, যা সারা দেশে ডাক ও পার্সেল সেবা, আর্থিক লেনদেন, ডিজিটাল সেবা এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনগণের সেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিত জনবল নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশ ডাক বিভাগে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ, যেখানে সরকারি চাকরির নিশ্চয়তার পাশাপাশি রয়েছে উন্নত কর্মপরিবেশ, পদোন্নতি ও প্রশিক্ষণের সুবিধা।

পদের নাম: পিএলআই এ্যাকাউন্টেন্ট (PLI Accountant)
পদের সংখ্যা: 19 জন
বেতন: 10200-24680 Tk
শিক্ষাগত যোগ্যতা: BA/BSS/B.com বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার
জেলা: Rongpur, Rajshahi, Khulna, Borishal বিভাগের সকল জেলা এবং Foridpur জেলার প্রার্থীগণ আবেদন করতে পারিবেন।

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (Shunt intermediate cum computer operator)
পদের সংখ্যা: 7 জন
বেতন: 10200-24680 Tk
শিক্ষাগত যোগ্যতা: HSC পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
অন্যান্য যোগ্যতা: সাঁটলিপিতে বাংলা ও ইংরেজীতে গতি যথাক্রমে 80 ও 60 এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে বাংলা ও ইংরেজীতে গতি যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে
জেলা: পূর্বের ন্যায়।

পদের নাম: পিএলআই এ্যাকাউন্টেন্ট (Field)
পদের সংখ্যা: 2 জন
বেতন: 9700-2390 Tk
শিক্ষাগত যোগ্যতা: HSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
অন্যান্য যোগ্যতা: অভিজ্ঞতার প্রযোজ্য নহে
জেলা: পূর্বের ন্যায়।

পদের নাম: পিএলআই হিসাব সহকারী (PLI Accounts Assistant)
পদের সংখ্যা: 22 জন
বেতন: 9300-22490 Tk
শিক্ষাগত যোগ্যতা: Higher Secondary equivalents পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
জেলা: পূর্বের ন্যায়।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist)
পদের সংখ্যা:2 জন
বেতন: 9300-22490 Tk
শিক্ষাগত যোগ্যতা: Higher Secondary equivalents পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে।
জেলা: পূর্বের ন্যায়।

আরও পড়ুন>> Top 5 Best New Wireless Webcam for PC

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম: ড্রাইভার (ভারী) (Driver (heavy)
পদের সংখ্যা: 1 জন
বেতন: 9700-23490 Tk
শিক্ষাগত যোগ্যতা: Secondary equivalents পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, গাড়ী চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
জেলা: পূর্বের ন্যায়।

আবেদনের নিয়ম: বাংলাদেশ ডাক বিভাগে মন্ত্রণালয়ের নিদিষ্ট আবেদনের মডেল অনুসারে A4 Page আবেদন করতে হবে।চালানের মূল কপি আবেদন পত্রের সহিত দিতে হবে। 10 টাকার ডাক টিকেট লাগানো 23×10 c.m. সাইজের একটি খাম ঠিকানা সহ আবেদনের সহিত প্রদান করতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: জেনারেল ম্যানেজার, ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর।

আবেদন ফি: 1540202-154020200000-1422326 নম্বরে 100 টাকা চালন করতে হবে।

বাংলাদেশ ডাক বিভাগে বয়স: প্রার্থীর বয়স-30-04-2019 তারিখ হিসেবে অনুর্ধ্ব 30 বছর এবং মুক্তিযুদ্ধা ও অন্যান্য কোটায় 32 বছর প্রযোজ্য।

বিস্তারিত বিজ্ঞপ্তি পেতে ক্লিক করুন

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *