বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি


পদসংক্রান্ত তথ্য

  • মোট পদ সংখ্যা: ১৫টি

  • পদসমূহ:

    • প্রভাষক – ০১টি

    • সহকারী শিক্ষক – ০৭টি

    • ল্যাব সহকারী – ০১টি

    • ড্রাইভার – ০২টি

    • সহকারী ড্রাইভার – ০১টি

    • কার্পেন্টার – ০১টি

    • ক্লিনার – ০২টি

  • শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী

  • বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ (গ্রেড-১১ হতে গ্রেড-২০ পর্যন্ত)


বয়সসীমা

  • প্রার্থীর বয়স ০১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে হতে হবে।

সম্পন্ন বিজ্ঞপ্তি PDF আকারে পেতে চাইলে ক্লিক করুন

PDF Download


আবেদন করার সময়সীমা

  • আবেদন শুরু: ১০ সেপ্টেম্বর ২০২৫ (সকাল ১০টা)

  • আবেদন শেষ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বিকাল ৫টা)

  • লিখিত পরীক্ষা: ১১ অক্টোবর ২০২৫ (সকাল ১০টা)


আবেদন ফি

  • ১ম পদ (প্রভাষক) – ৬০০/- টাকা

  • ২য় পদ (সহকারী শিক্ষক) – ৫০০/- টাকা

  • ৩য় ও ৪র্থ পদ (ল্যাব সহকারী, ড্রাইভার) – ৪০০/- টাকা

  • ৫ম থেকে ৭ম পদ (সহকারী ড্রাইভার, কার্পেন্টার, ক্লিনার) – ৩০০/- টাকা


আবেদন প্রক্রিয়া

১. অনলাইনে আবেদন করতে হবে এবং পরীক্ষার তথ্য ও প্রবেশপত্র ডাউনলোড করতে হবে www.bacpsc.edu.bd ওয়েবসাইট থেকে।
২. আবেদন ফি নির্ধারিত নিয়মে পরিশোধ করতে হবে।
৩. সকল তথ্য সঠিকভাবে পূরণ করে আবেদন করতে হবে, ভুল বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

  • আবেদন করতে নিচের বাটনে ক্লিক করুন।

Online Apply Button


📌 বিশেষ নির্দেশনা:

  • প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।

  • পরীক্ষার প্রবেশপত্র ছাড়া লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।


👉 এখনই অনলাইনে আবেদন করুন এবং বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অংশ হোন।

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

 

Loading spinner

Check Also

শ্রমিক-ইউএসএম ১২৫টি পদে চাকরি

শ্রমিক-ইউএসএম ১২৫টি পদে চাকরি বাংলাদেশ সেনাবাহিনী

Spread the loveশ্রমিক-ইউএসএম ১২৫টি পদে চাকরি – বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক স্থায়ী/অস্থায়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *