প্রবাদ প্রবচন – বাংলা ভাষা ও সংস্কৃতির এক অমূল্য সম্পদ হলো প্রবাদ-প্রবচন। গ্রাম বাংলার মানুষের জীবন, অভিজ্ঞতা, ও শত বছরের জ্ঞানগর্ভ চিন্তা এই প্রবাদ-প্রবচনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এগুলো শুধু কথার অলংকার নয়, বরং জীবনের গভীর সত্য ও বাস্তবতার প্রতিফলন। 
একটি প্রবাদে যেমন জীবনদর্শন লুকিয়ে থাকে, তেমনি থাকে নৈতিক শিক্ষা ও মানবিক বোধ। বাংলার মাটির গন্ধ, কৃষকের বুদ্ধি, মানুষের কষ্ট ও আনন্দ—সব মিলিয়েই তৈরি হয়েছে এই অমূল্য বাণীগুলো। 
প্রবাদ প্রবচন – গ্রাম বাংলার ১০০টি জনপ্রিয়   
টেবিল ১  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
1  
আঁটি না ধরলে টাকা আসে না।  
 
2  
অতি চালাকের ভাগ্যে ঠক নাই।  
 
3  
আগুন না ছাড়লে ধোঁয়া ওঠে না।  
 
4  
আত্মীয়ের পাল্লায় পচা ভাত ছাড়ে।  
 
5  
আঁচলই মায়ের পরশ।  
 
6  
আঁতুড়ঘরে লোহার ছাইও পোড়া।  
 
7  
অস্ত্র বুদ্ধি নয়, কাজে বুদ্ধি।  
 
8  
অল্প কাজেই আনন্দ।  
 
9  
আঁধারে কাজ করলে লজ্জা থাকে না।  
 
10  
অতি বিশ্বাসে ধোঁকা।  
 
 
 
 
টেবিল ২  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
11  
ইশ্বরের বাড়ি دیر হলেও আসে।  
 
12  
ইচ্ছে থাকলেই পথ বের হয়।  
 
13  
ইচ্ছে নেই, উপায় নেই।  
 
14  
ইতি না লেগে কথা ক’লে ফল মিষ্টি হয় না।  
 
15  
উঠতে গেলে বাঁশির সুর শুনতে হয়।  
 
16  
উঠোনে বউ, বাজারে বউ ভিন্ন।  
 
17  
উল্টো চালালে ফল উল্টো।  
 
18  
এক হাত দেড় নেয়।  
 
19  
এক চিলতে রুটিও ভাঙে না।  
 
20  
এক করেই মিটে না, জোগাড় করে নিতে হয়।  
 
 
 
 
টেবিল ৩  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
21  
এক ফোঁটা জল অনেক লাগলে সমুদ্র প্রয়োজন হয়।  
 
22  
এক নতুন কথা শোনার চাইতে পুরোনো বুলি ভাল।  
 
23  
এগুলো ভাঙলে বাজে, না ভাঙলে মজা নাই।  
 
24  
একের রং নীরব, হাজারের রং হইচই।  
 
25  
একা চা খেলে তৃপ্তি কম।  
 
26  
একশো শুনে একটা কর।  
 
27  
একদিনের কথা, সব ভুলে যেও না।  
 
28  
একবার ভুল, বারবার সাবধানে।  
 
29  
একি গন্তব্যে আলাদা আলাদা পথ।  
 
30  
এবার না হলে পরও হতে পারে।  
 
 
 
 
টেবিল ৪  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
31  
উটকো খুঁটিতে বাঁধলে জবাব আসে না।  
 
32  
খাবার পকেটে নয়, টেবিলে দেখা যায়।  
 
33  
খড়ের ভেলা তুচ্ছ, নদী বড়।  
 
34  
করুণার চেয়ে কষ্ট লাগে না।  
 
35  
কাজী কাঁঠাল খায়, আম কেয়া না।  
 
36  
কাজ ছাড়া ধন জমে না।  
 
37  
কাজ গেলে কিচ্ছু না, কষ্টে পাওয়া মধুর।  
 
38  
জায়গা হলো না, জিনিস জমে না।  
 
39  
জানা না থাকলে জিজ্ঞেস কর।  
 
40  
ঝঞ্ঝা ছাড়া সমুদ্র শান্ত থাকে না।  
 
 
 
 
টেবিল ৫  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
41  
ঢিলে ভাঙে ঝিল্লি, দ্রুত ধরা মুশকিল।  
 
42  
ঢাক দেখলে বাশ বাজে না।  
 
43  
নদীর ধারে বসলে কাঁথা ভিজে।  
 
44  
নদী যখন চাহে, বাঁধ কাঁদে।  
 
45  
ধার না থাকলে ছুরি কাজ করে না।  
 
46  
ধার্মিকতার নাম শুধু না।  
 
47  
দলালে পা গেলে জগৎ জলে।  
 
48  
দুধের স্বাদ দিলে মায়ের মুখ।  
 
49  
দিন বদলে রাতে কাজ দেখে।  
 
50  
দরিদ্রের বন্ধু কালই সাপোর্ট করে না।  
 
 
 
 
টেবিল ৬  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
51  
ঢেঁকি না ঘুরালে চাল মাপা যায় না।  
 
52  
পকেট খালি হলেও মন বড় হতে পারে।  
 
53  
পতাকা উড়ালেই বিজয় আসে না।  
 
54  
পিতার শিক্ষা, মেয়ের সেবা।  
 
55  
পোড়া ছাইয়ে বালিশ মাখবে না।  
 
56  
পরে ভয় পেলে আগেই না করাই ভাল।  
 
57  
পাওয়াতে গ্রাহ নেই, হারালে কষ্ট।  
 
58  
পরের বাড়িতে পুকুর দেখতে গেলেই কষ্ট পায়।  
 
59  
পিঠে দেয়ালে শুয়ে দিনে ঘুম আসে না।  
 
60  
পরিতোষে মানুষ শান্ত।  
 
 
 
 
টেবিল ৭  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
61  
বদলাতে গিয়ে ভাল ডাকার দরকার।  
 
62  
হাতে কড়া থাকলেও মুখে জবাব লাগে।  
 
63  
মানুষ বড় হলে জানোয়ারও ঘর থাকে।  
 
64  
মানুষি মায়া বুঝি না, কুকুরও বুঝে।  
 
65  
মাটি ছাড়া গাছ নেই।  
 
66  
মায়ের তুলনা নাই।  
 
67  
মোট্টা মাছ মাছকোঠায় যায় না।  
 
68  
মার দেবে না বলে বাঁচ না।  
 
69  
মুণ্ডু না কাটলে মাথা বোঝে না।  
 
70  
মুখে কথা চকোলেট নয়।  
 
 
 
 
শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম 
টেবিল ৮  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
71  
মহিলা বাগে ফুল উদ্ভব হয়।  
 
72  
মধ্য রাত্রে ঘুমে সোনা বোঝা যায় না।  
 
73  
মিলিত হলে বড় কাজ হয়।  
 
74  
মানুষে মানুষে মিল, ইষ্টে ইষ্টে বিল।  
 
75  
যখন দরকার তখনই বন্ধু দেখা যায়।  
 
76  
যখন ঘুম আসে তখন কাজ লোকে দেখে না।  
 
77  
যত বেশি লোভ, তত বেশী নাশ।  
 
78  
যত ছোটই হোক কাজ কর।  
 
79  
যতদিন আছে ততদিন শিক্ষা নাও।  
 
80  
যত গাছে তত পাতা নয়।  
 
 
 
 
টেবিল ৯  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
81  
চোখে চোখ রেখে কথা বলা ভালো।  
 
82  
চোখের পানিতে অন্ধকার ঝরে।  
 
83  
চোর পালালে ঘরের চাল কাঁদে না।  
 
84  
ছুটে চললে পথ খুঁজো।  
 
85  
ছাইলে আগুন লুকাই না।  
 
86  
হাতের মুঠোয় যা আসে তার মূল্য বুঝ।  
 
87  
হাত কড়ালে রুটি গরম।  
 
88  
হাতে তালুক থাকলে কাজ দ্রুত হয়।  
 
89  
টক-টক শুনলে ভুল কষ্টে মুখ করে।  
 
90  
তেল বেশি হলে বাতি দীপ্ত।  
 
 
 
 
টেবিল ১০  
№  
প্রবাদ / প্রবচন  
 
 
91  
তেল না থাকলে মসলা কাজ করে না।  
 
92  
তোমার কল্যাণে তো আমারও কল্যাণ।  
 
93  
তাইলে ওরা ঘুমাবে না।  
 
94  
ঠিক মত দাঁড়ালে ছায়া সরানো যায় না।  
 
95  
ঠিলা পালে নোনা ধরা যায় না।  
 
96  
তাল-পাতা শুকালে ছাতা লাগে না।  
 
97  
তিন ঘরে সবুজ, চার ঘরে শত্রু।  
 
98  
তিন উপদ্রব এক বার।  
 
99  
তুমি বললে আমি হাসি, না বললে কান্না।  
 
100  
তোতার গলায় বাঁশির সুর লাগে না।  
 
 
প্রবাদ-প্রবচন  আমাদের ভাষার প্রাণ। এগুলো শুধু অতীতের কথা নয়, আজও আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে মিশে আছে।একটি ছোট প্রবাদ যেমন “অতি লোভে তাঁতি নষ্ট” আজও মানুষকে সতর্ক করে, তেমনি “যেমন কর্ম তেমন ফল” শেখায় ন্যায়ের পথে চলতে। তাই প্রবাদ-প্রবচন  শেখা মানে শুধু ভাষা জানা নয়—এ মানে জীবনকে জানা, সমাজকে বোঝা, আর অভিজ্ঞতাকে মূল্যায়ন করা।