পুলিশ কেন্দ্রীয় হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

Spread the love

পুলিশ কেন্দ্রীয় হাসপাতাল, ঢাকা, ৫টি বিভাগীয় পুলিশ হাসপাতাল (রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট) ও বাংলাদেশ পুলিশ একাডেমি হাসপাতাল, মারদার নিম্নবর্ণিত পদসমূহে সরাসরি নিয়ােগের জন্য পদের পাশ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://eph.teletalk.com.bd) এই ওয়েবসাইটে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

১। মেডিকেল টেকনােলজিস্ট (রেডিওগ্রাফি) ০৩(তিন)
বেতন: ১২৫০০-৩০২৩০/

২। মেডিকেল টেকনােলজিস্ট (ল্যাবরেটরি) ১৫(পনের)
বেতন: ১২৫০০-৩০২৩০/

৩। মেডিকেল টেকনােলজিস্ট (প্যাথ বিটি) ০৬ (ছয়)
বেতন: ১২৫০০-৩০২৩০/

৪।মেডিকেল টেকনােলজিষ্ট (ডেন্টাল)- ০৭(সাত)
বেতন: ১২৫০০-৩০২৩০/

৫। মেডিকেল টেকনােলজিস্ট (ফিজিওথেরাপিস্ট) -০২ (দুই)
বেতন: ১২৫০০-৩০২৩০/
সকল পদের শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনােলজিতে ডিপ্লোমা ডিগ্রী।

৬। ফার্মাসিস্ট -০৬ (ছয়)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে অন্যন ০৩(তিন) বৎসর মেয়াদি ডিপােমা ডিগ্রি।
বেতন: ১২৫০০-৩০২৩০/

৭। কম্পিউটার অপারেটর – ০২(দুই)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৮। মিডওয়াইফ -০১(এক)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বোর্ড হতে অন্যন মাধ্যমিক পুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ৯৭০০-২৩৪৯০/

৯। ক্যাশিয়ার – ০১(এক)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বােড় হইতে বাণিজ্য বিভাগে মাধ্যমিক সাটিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/

১০। টুয়ার্ড- ০১(এক)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
বেতন: ১৯৩০০-২২৪৯০/

১১। ওয়ার্ড মাস্টার- ০৪(চার)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/

১২। ড্রাইভার- ০২(দুই)
শিক্ষাগত যোগ্যতা: কোনাে স্বীকৃত বাের্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯৩০০-২২৪৯০/=

শর্তাবলী:

১। জমাদান শুরুর তারিখ ও সময় ঃ ০৯/০৮/২০২১খ্রি. সকাল১০.০০ টা।
২। জমাদানের শেষ তারিখ ও সময় ঃ ৩০/০৮/২০২১খ্রি. বিকেল ০৫.০০ টা।

৩। ক. আবেদনের ঠিকানা: বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের ওয়েবসাইট (https://cph.police.gov.bd) পাওয়া যাবে।
খ. চাকরি প্রার্থীগণকে http://eph,teletalk.com.bd ওয়েবসাইটে উল্লেখিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *