পিতামাতার প্রতি কর্তব্য রক্ষায় কুরআন হাদিসের বর্ণনা

Spread the love

পিতামাতার চেয়ে আপনজন পৃথিবীতে আর কেউ নেই। জন্মের সময় আমরা ছিলাম অসহায়। আমরা নিজেদের প্রয়ােজনের কথাও বলতে পারতাম না। পিতামাতা বুক ভরা স্নেহমমতা দিয়ে লালনপালন করে আমাদের বড় করে তােলেন। পিতামাতার আদেশ-নিষেধ পালন সন্তানের জন্য ওয়াজিব (কর্তব্য)। সেই সাথে পিতামাতার সেবাযত্ন করাও আমাদের কর্তব্য

এ সম্পর্কে পবিত্র কুরআনে আল্লাহ বলেন-
“তােমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তােমরা তাকে ছাড়া অন্য কারাে ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে।” (সূরা বনি ইসরাইল, আয়াত : ২৩)।

পিতামাতা আমাদের জন্য আল্লাহর সেরা দান। তাঁদের উদ্দেশ্যে সর্বদা আল্লাহর নিকট আমাদের এই দোয়া করা উচিত-
‘’রাব্বির হামহুমা কামা রাব্বায়ানিস সগিরা’’
অর্থ : “হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি তেমনি সদয় হও! যেমনিভাবে তাঁরা আমাকে
শৈশবে (আদর-যত্নে) লালনপালন করেছেন।” (সূরা বনি ইসরাইল, আয়াত : ২৪)।

পিতামাতা বৃদ্ধ হলে সন্তান তাদেরকে অধিকতর সেবাযত্ন করতে হবে। তাদেরকে ধমক দেয়া যাবে না বা মনে কষ্ট পায় এরূপ কোনাে কথা বা কাজ করা যাবে না। তাদের সাথে উত্তম ও সম্মানজনক ভাষায় কথা বলতে হবে।

আল্লাহ তা’লা বলেন-
“যদি পিতামাতার একজন অথবা উভয়ে তােমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদের প্রতি তুমি। বিরক্তিসূচক শব্দ উহ’ উচ্চারণ করাে না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভাষায় কথা বল।‘’

মহান আল্লাহ তা’লা আরও বলেছেন-
“বলুন, তােমরা যে সম্পদ ব্যয় কর, তা তােমাদের পিতামাতা ও নিকটাত্মীয়দের জন্য ব্যয় করবে।” (সূরা আল-বাকারা, আয়াত : ২১৫)।

পিতামাতার সন্তুষ্টি রক্ষায় আমাদের প্রিয় নবী  হযরত মুহাম্মদ (স.) বলেছেন,-
”পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি।’ (তিরমিযি)

পিতামাতা আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। পিতামাতার প্রতি সদ্ব্যবহার করা আমাদের কর্তব্য।
মহানবী (সাঃ) আরও বলেছেন-
‘’মায়ের পদতলে সন্তানের বেহেশত।‘’ (আত-তারগিব)

বর্তমানে অনেক সমাজে দেখা যায়,পিতামাতা বৃদ্ধ হলে তাদের সাথে খারাপ ব্যাবহার করতে এবং বৃদ্ধাশ্রমে রেখে আসতে এছারাও অনেকে ভাল পেশায় চাকরি করার সময় পিতামাতার পরিচয় পর্যন্ত গোপন করে।এধরনের কাজ খুবই নেক্কারজনক যা আল্লাহ তা’লা একদম পছন্দ করেন না। আমাদের সকলের উচিত আমাদের পিতামাতার সাথে ভাল আচরন করা এবং তাদের হক আদায় করা।

মহানবী (সাঃ) পিতামাতার সম্পর্কে বলেন- 
‘’যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল এবং জান্নাত লাভ করতে পারল না তার মত অভাগা আর কেউ নেই।‘’

আরো পড়ুন: নামাজে আমরা যা বলি,তার অর্থ জানলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবেনা

Check Also

Mufti Amir Hamza

Mufti Amir Hamza (মুফতি আমির হামজা) ইসলামী স্কলার 10

Spread the loveMufti Amir Hamza (মুফতি আমির হামজা) একজন বাংলাদেশী ইসলামী স্কলার। তিনি বিভিন্ন ওয়াজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *