পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) নিয়োগ বিজ্ঞপ্তি। কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর নিম্নলিখিত স্থায়ী পদসমুহে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) নিয়োগ বিজ্ঞপ্তি

01. পদের নাম: ব্যবস্থাপক (পুষ্টি ও খাদ্য) (Manager (Nutrition and Food) – 01 জন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ-সহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে স্নাতক (Honors) ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পাবলিক হেলথ বিষয়ে স্নাতককোত্তর এবং সংশ্লিষ্ট বিষয়ে এমফিল/পিএইচডি ডিগ্রী প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

02. পদের নাম: ব্যবস্থাপক (আবাসন)(Manager (Abason)-01 জন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের CGPA-সহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। এছাড়া প্রার্থীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) এর সদস্যপদ অবশ্যই থাকবে হবে।

ব্যবস্থাপকের জন্য অন্যান্য যোগ্যতা (Other Experience):
অভিজ্ঞতা (Experience): খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নূনতম 8 বছরের অভিজ্ঞতা।
বয়স (Age): বিজ্ঞপ্তির উল্লিখিত আবেদনপত্র জমাদানের সর্বশেষ তারিখে অনুর্ধ্ব 40 বছর।
বেতনক্রম (Salary): PKSF-এর বেতন কাঠামো 2019 এর আওতায় মূলবেতন 84000/- টাকা।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

উপরিউল্লেখিত পদসমূহে নিয়োগকৃত কর্মকর্তাবৃন্দ মূল বেতনের (Mail Salary) 60% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও সুবিধা, যাতাযাত ভাতা, ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠী বীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঋণ, অর্জিত ছুটি নগদায়ন-সহ বিধিমালা মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রার্থীগণকে সংশ্লিষ্ট পদের দায়িত্বাবলী, যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও আবেদন করার বিস্তারিত নিয়মাবলী PKSF-এর
Wdbsite: http://www.pksf-bd.org/e_recruitment
দেখার অনুরোধ করা যাচ্ছে।PKSF যে কোন প্রকার তদবির নিরুৎসাহিত করে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে PKSF – এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

অলসতা সকল অনর্থের মূল অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

 

 

Loading spinner

Check Also

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরি

বাংলাদেশ তাঁত বোর্ডে চাকরির বিজ্ঞপ্তি 2025

Spread the loveবাংলাদেশ তাঁত বোর্ডে ফিল্ড সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *