পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)
এর নিম্নলিখিত স্থায়ী পদসমুহে কর্মকর্তা নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

01. পদের নাম: ব্যবস্থাপক (পুষ্টি ও খাদ্য) (Manager (Nutrition and Food) – 01 জন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ-সহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুষ্টি ও খাদ্য বিজ্ঞানে স্নাতক (Honors) ও স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। পাবলিক হেলথ বিষয়ে স্নাতককোত্তর এবং সংশ্লিষ্ট বিষয়ে এমফিল/পিএইচডি ডিগ্রী প্রার্থীর অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

02. পদের নাম: ব্যবস্থাপক (আবাসন)(Manager (Abason)-01 জন।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification): কমপক্ষে ২টি প্রথম বিভাগ/শ্রেণী/সমমানের CGPA-সহ যথাযথভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রী। শিক্ষাজীবনের কোন পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের CGPA গ্রহণযোগ্য হবে না। এছাড়া প্রার্থীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB) এর সদস্যপদ অবশ্যই থাকবে হবে।

ব্যবস্থাপকের জন্য অন্যান্য যোগ্যতা (Other Experience):
অভিজ্ঞতা (Experience): খ্যাতনামা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে নূনতম 8 বছরের অভিজ্ঞতা।
বয়স (Age): বিজ্ঞপ্তির উল্লিখিত আবেদনপত্র জমাদানের সর্বশেষ তারিখে অনুর্ধ্ব 40 বছর।
বেতনক্রম (Salary): PKSF-এর বেতন কাঠামো 2019 এর আওতায় মূলবেতন 84000/- টাকা।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

উপরিউল্লেখিত পদসমূহে নিয়োগকৃত কর্মকর্তাবৃন্দ মূল বেতনের (Mail Salary) 60% বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ও সুবিধা, যাতাযাত ভাতা, ভবিষ্যৎ তহবিল, আনুতোষিক, উৎসব ভাতা, গোষ্ঠী বীমা, দেশে শিক্ষারত সন্তানের শিক্ষা ভাতা, গৃহ নির্মাণ ঋণ, অর্জিত ছুটি নগদায়ন-সহ বিধিমালা মোতাবেক অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রার্থীগণকে সংশ্লিষ্ট পদের দায়িত্বাবলী, যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও আবেদন করার বিস্তারিত নিয়মাবলী PKSF-এর
Wdbsite: http://www.pksf-bd.org/e_recruitment
দেখার অনুরোধ করা যাচ্ছে।PKSF যে কোন প্রকার তদবির নিরুৎসাহিত করে। কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে PKSF – এর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।

More Product >> Smart speaker – Echo Dot – Alexa to any room

 

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *