আমি রমণী। আশিকুজ্জামান জুয়েল

Spread the love
আমি রমণী
আয়নায় দাঁড়িয়ে
মেলে দিয়ে দেহ
মনে মনে ভাবি
রুপের কি মোহ।

সাজ গোজ করি ভাল
মুখে দেই পালিশ
ভাঁজ খাঁজ ঠিক রাখি
করি দেহে মালিশ।

ভিড় ভাড়ে বেশী যায়
রুপ ফোটাতে
হাব ভাব ইশারায়
লোক পটাতে।

চুপে চাপে আড়চোখে
চেয়ে দ্যাখে মোরে
মনে মনে হয়তোবা
কামজল ঝরে।

বাবা বকে ভাই বকে
নিরাপদ রাখিতে
পুরুষের স্বভাব কি
চায় শুধু বোঝাতে।

বুঝি আমি সবই বুঝি
কাঁপে ধমনী
মুখ ফুটে বলিনা
আমি রমনী।

রচনাকাল: ০৮ ডিসেম্বর ২০১৪ইং

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

Loading spinner

Check Also

একবার বলেছি তোমাকে

একবার বলেছি তোমাকে – আহসান হাবীব

Spread the loveএকবার বলেছি, তোমাকে আমি ভালোবাসি। একবার বলেছি, তোমাকে আমি, তোমাকেই ভালোবাসি। বল এখন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *