আবুল খায়ের এন্ড কোম্পানী এর মার্কেটিং নিয়োগ

Spread the love

আবুল খায়ের এন্ড কোম্পানী এর মার্কেটিং বিভাগে ভোগ্য পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতন অন্যান্য সুয়োগ-সুবিধাসহ ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোন বাংলাদেশী পুরুষ নাগরিক নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লেখিত পদের জন্য প্রার্থী হতে পারবেন।

পদের নাম: সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এস আর)
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক / মাধ্যমিক / সমমান পাশ । তবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য।
অভিজ্ঞতা ও প্রার্থীর FMCG Sales / নূ্যনতম ০১ বছরের অভিজ্ঞতা বিশেষত ড্রিংকস, স্ন্যাকস, ক্যান্ডি ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় অভিজ্ঞতা সম্পন্নদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২২ থেকে ৩৫ বছর।
অন্যান্য যোগ্যতা ও চটপটে, উপস্থাপনা দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

সাক্ষাৎকারের তারিখ ও সময়: ২৪/০১/২০২০ ও ৩১/০১/২০২০ ইং (শুক্রবার)।
সকাল ১০.০০টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত।

উপস্থিতির ঠিকানা:
(ক) আবুল খায়ের এন্ড কোম্পানী। বাড়ীনং-৭৫, রোড-৯/এ, ধানমন্ডি আবাসিক এলাকা (স্টার কাবাব এর পিছনে), ঢাকা-১২০৯
(খ) আবুল খায়ের এন্ড কোম্পানী, সোনালী টোব্যাকো ১৪৯/১৫৫, মিলগেট টঙ্গী, ঢাকা।
(গ) আবুল খায়ের এন্ড কোম্পানী, তালতলা, মাদ্রাসা রোড, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ
(ঘ) আবুল খায়ের এন্ড কোম্পানী, রিয়াসাত টাওয়ার, লালদিঘীরপাড়, সিলেট।
(ঙ) আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিঃ, ৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম।

More Offer >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

বিঃ দ্রঃ
১. প্রত্যেক যোগ্য ও আগ্রহী প্রার্থীদের বায়োডাটা, দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ সাক্ষাৎকারের জন্য সংশ্লিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।
২. আবেদনকারী উপরে উল্লেখিত যে কোন নিকটস্থ ঠিকানায় সাক্ষাৎকারে অংশ গ্রহণ করিতে পারিবে।
৩. নির্বাচিত প্রার্থীদেরকে আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Loading spinner

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *