মন ভরে যায় বিষাদে ।। আশিকুজ্জামান জুয়েল
দেশের জন্য মন পোড়ে ভাই
হয়তো আছে কষ্ট
কিন্তু জানেন দেশটা আমার
হয়ে গেছে নষ্ট??
দাম্ভিক আর অহংকারে
দেশটা গেছে পঁচে
মানুষ নামে নেইকো মানুষ
দুঃক্ষ ক্যামনে ঘোঁচে।
ছোট বড়র এতোই বিভেদ
আম জনতার মাঝে
সম্মান নিয়ে যায়না থাকা
সকাল দুপুর সাঁঝে।
দূর্নীতি আর অগাধ টাকায়
একটা শ্রেনী জোস এ
হাভাগার দল কিছু না পেয়ে
ঘোড়ার ডিম ই চোষে।
যখন তখন মূল্য বাড়ে
বাড়ে না ভাই বেতন
সব কিছুর নিয়ন্ত্রক কে
নাই কি তার চেতন??
ভাবলাম না হয় শহুরে বিত্ত
তাদের যতো দোষ
কিন্ত দেশের চাষা ভূষা
হু হু তারাও ডাবল খোশ।
চাষের ক্ষেত বিষে ভরা
শরীর থেকে যায় না জরা
ডাক্তার কবিরাজ দিচ্ছে তাড়া
ঔষধ ও নাকি উপাদান ছাড়া।
ছেলে বেলায় শুনেছিলাম
ব্রেন ড্রেনের কথা
এখন ভাবি তাদের সিদ্ধান্ত
ছিলো একেবারে যথা।
তারপরেও ব্রেন ড্রেনেরা
অনেকে ফিরেছেন দেশে
তাগোরে নাকি সবাই মিলে
উপোত করে চুষে।
দেশের কেউ সেরা হলে
ভোগান্তি তে ভোগে
সাকিব তার শ্রেষ্ঠ উদাহরণ
ইউনুস গেছে ভেগে।
হেরোইন গাঁজা বাবার নেশা
সন্তান নিয়ে পাইনা দিশা
সবখানে ই এই সর্বনাশা
কখন কে হয় কীর্তিনাশা।
শিক্ষা দীক্ষায় নেইকো মন
দূর্নীতি তে সেরা
এমন হলে ক্যামনে ভাবি
আবার ঘরে ফেরা?
তবুও হলেম আশাবাদী
আছেন আসাদ জামান
তার কবিতা মন ভরাবে
সুখ যে দেবে আমান।
ভুল কিছু বলে থাকলে
করে দিয়েন ক্ষমা
সাক্ষাতে সব হবে কথা
রাখলাম করে জমা।