ভালবাসা ও ভয় – আশিকুজ্জামান জুয়েল
রাস্তার জলাধারে গোসলরত বাবুই গুলো
আমাকে মোটেও ভয় পায়না
কারন আমি তাদের ভালবাসি
রাস্তার ধারে খুঁটে খাওয়া কবুতরগুলোও
আমাকে মোটেও ভয় পায়না
কারন আমি তাদের ভালোবাসি
গাছের ডালপালায় ছুটন্ত কাঠবিড়ালি গুলোও
আমাকে দেখলে এতটুকুও ভয় পায় না
কারণ তারাও জানে আমি তাদের ভালোবাসি
ফুলগুলো কথা বলতে জানে না
কিন্ত তাদের কাছে আমি যখন যায়
তারা যেনো নিজস্ব উজ্জ্বলতায় রাঙা বউ হয়ে যায়
কারন তারাও জানে আমি তাদের কতোটা ভালবাসি
রাস্তায় চলন্ত কুকুর গুলো আমার পানে মায়াবী চোখে চায়
যেনো আমন্ত্রন করে ; এসো বন্ধু একসাথে হাঁটি
তারাও আমাকে ভয় করেনা, বন্ধু ভেবে ভালবাসে
সিগনালের পাশে হুইল চেয়ারে বসে সাহায্য চাওয়া মানুষ টা
আমাকে দেখা মাত্রই মুখে সপ্রতিভ হাসি ফুটিয়ে তোলে
অথবা রেগুলার সাহায্য চাওয়া বুড়িটির হাসি মাখা মুখে গুড মর্ণিং
তারাও আমাকে ভয় পাইনা, বরং তারা জানে
তাদের আমি কতোটা ভালবাসি
আমিও চাই না কেউ আমাকে ভয় করুক, ঘৃণা করুক,দূরত্ব রাখুক
আমি চাই সবাই আমাকে এমনি করেই ভালবাসুক।