বাংলাদেশ শিশু একাডেমি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাজস্ব খাতে স্থায়ী পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । উক্ত প্রতিষ্ঠানে মোট ২০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ শিশু একাডেমি
পদের নামঃ
১। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা -০২টি
২। উচ্চমান সহকারী -০২টি
৩। হিসাব সহকারী -০১টি
৪। সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর- ০১টি
৫। প্রুফ রীডার -০১টি
৬। লাইব্রেরিয়ান-কাম-মিউজিয়াম কীপার -০২টি
৭। অফিস সহকারী -কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক -০৯টি
৮। ইলেকট্রিশিয়ান -০১টি
৯। ফটোকপি অপারেটর -০১টি
বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (০১ জুন ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আরও পড়ুন >> পেট্রোবাংলা Petrobangla Corporation নিয়োগ বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তিতে পদের পাশে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের সংখ্যাঃ মোট ২০ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Online এ আবেদন শুরুর সময়ঃ ০১ জুন ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ৩০ জুন ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি ১নং পদের জন্য ২১২/- টাকা, ২নং থেকে ৮ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৯ নং পদের জন্য ৬২/- টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।
আরও পড়ুন >> টেলিটক সিমের কম্বো প্যাকেজ Combo Package অফার
আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://erecruitment.bcc.gov.bd এবং আবেদন ঠিকানা: http://erecruitment.bcc.gov.bd
প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ বাংলাদেশ শিশু একাডেমি
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক উত্তেফাক ০১ জুন ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে।