পেট্রোবাংলা Petrobangla Corporation নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

পেট্রোবাংলা Petrobangla Corporation বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করর্পোরেশন (পেট্রোবাংলা) Bangladesh Oil, Gas & Mineral Corporation (Petrobangla) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । পেট্রোবাংলা Petrobangla Corporation প্রতিষ্ঠানে মোট ৪৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী অনলাইনে আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করর্পোরেশন (পেট্রোবাংলা)
পদের নামঃ
১। পদের নামঃ এমএলএসএস
পদের সংখ্যাঃ ৪৫ টি
শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ৮ শ্রেণি পাশ।
যে সকল জেলা আবেদন করতে পারবে নাঃ মুন্সীগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুর, জামালপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বগুড়া, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পটুয়াখালি ও হবিগঞ্জ।

বেতন ও গ্রেড বিজ্ঞপ্তি অনুযায়ী
বয়সঃ (১০ জুন ২০২২ ইং হিসেবে ১৮ থেকে ৩০ বছর, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রতিবন্ধী ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতাঃ ন্যূনতম ৮ম শ্রেণি পাশ হতে হবে।
অভিজ্ঞতাঃ অভিজ্ঞ ব্যাক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

পদের সংখ্যাঃ মোট ৪৫ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞপ্তি অনুযায়ী
অন্যান্য অভিজ্ঞতাঃ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন >> আপনি কার জানাজা নামাজ পড়ছেন জানেন তো

Online এ আবেদন শুরুর সময়ঃ ১০ জুন ২০২২ ইং
Online এ আবেদন শেষের সময়ঃ ৩০ জুন ২০২২ ইং
পরিক্ষার ফিঃ পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে।
পেমেন্ট প্রদানের শেষ তারিখঃ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট প্রদান করতে হবে।

zohabd-apply button

আবেদনের মাধ্যমঃ সম্পুর্ণ Online এর মাধ্যমে
অফিশিয়াল http://bogmc.teletalk.com.bd এবং আবেদন ঠিকানা: http://bogmc.teletalk.com.bd

প্রতিষ্ঠানের আবেদনের ঠিকানাঃ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করর্পোরেশন (পেট্রোবাংলা)
নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক উত্তেফাক ৩১ মে ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, অনলাইনের আবেদন এবং ছবি সহ উপস্থিত হবে হবে। পেট্রোবাংলা Petrobangla Corporation চাকরির সকল বিষয় পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারবেন।

আরও পড়ুন >> অনলাইনে আয় করুন বিকাশে পেমেন্ট নিন

Loading spinner

Check Also

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

Spread the loveসহকারী পরিদর্শক ১০টি পদে দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিদর্শক ১০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *