নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫!

Spread the love

নিজস্ব প্রতিবেদক, নাটোর।
২০২০ সালের প্রথম সকালে নাটোরের দিঘাপতিয়া দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ আহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারী) সকাল সোয়া নয়টার দিকে উপজেলার দিঘাপতিয়া এলাকার একটি ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস পরিবহন এবং রাজশাহী থেকে ছেড়ে আসা নিশিতা পরিবহন নামের যাত্রীবাহী বাস উপজেলার কাশিয়াবাড়ী ব্রিজ এর উপর পৌঁছালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় অন্তত ১৫ জন। ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এ পাঠায় এবং নিহত কে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের মধ্যে গুরুতর চারজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান দুটি বাসের গতিবেগ ছিল নিয়ন্ত্রনহীন।

আরও পড়ুন >> গ্রামীনফোন নতুন সিমের অফার ।। নতুন সিমে ২০ জিবি ফ্রি

আরও পড়ুন >> Atish Dipankar University Carrer Opportunity
Loading spinner

Check Also

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা

ফোনে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা সক্রিয় করার নিয়ম

Spread the loveফোনে ভূমিকম্পের মতো প্রাণঘাতী দুর্যোগ থেকে জীবন রক্ষায় গুগল এনেছে অত্যাধুনিক প্রযুক্তি ‘অ্যান্ড্রয়েড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *