ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ-২০২০

Spread the love

ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গাজীপুর এ বিভিন্ন পদে বিশাল সংখ্যক নিয়োগ।ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজস্ব খাতের শূন্য পদসমুহে সম্পূর্ণরুপে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে।শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে।আগ্রহীদের নিকট হতে নিদিষ্ট সময়ের মধ্যে দরখাস্থ আহ্বান করা যাচ্ছে।

১। পদের নামঃ অধ্যাপক(তওই কৌশল বিভাগ)(আর্কিটেকচার বিভাগ)
বেতনঃ ৫৬৫০০-৭৪৪০০/-(গ্রেড-৩)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঙ্গিনিয়ারিং/পিএইচডি
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৫-১০ বছরের অভিজ্ঞতা

২। পদের নামঃ সহকারি অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ)
বেতনঃ ৫০০০০-৭১২০০/-(গ্রেড-৪)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৬-১০ বছরের অভিজ্ঞতা

৩। পদের নামঃ উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)
বেতনঃ ৪৩০০০-৬৯৮৫০/-(গ্রেড-৫)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর/বিএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ কমপক্ষে ৫-১০ বছরের অভিজ্ঞতা

৪। পদের নামঃ সহকারি অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)(ইন্সটিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিং)(আইপিই)
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-(গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং/এমএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা

৫। পদের নামঃ সহকারি অধ্যাপক (আর্কিটেকচার বিভাগ)
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-(গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতাঃ বিআরক/এমআরক/পিএইচডি
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা

৬। পদের নামঃ সহকারি অধ্যাপক (গণিত বিভাগ)
বেতনঃ ৩৫৫০০-৬৭০১০/-(গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি/এমএসসি অনার্স/এমফিল
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১-৪ বছরের অভিজ্ঞতা

৭।পদের নামঃ প্রভাষক (পুরকৌশল বিভাগ)
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং

৮।পদের নামঃ প্রভাষক (IEE)(IICT)(MME)(CFE)
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং

৯।পদের নামঃ প্রভাষক (পদার্থ বিজ্ঞান বিভাগ)
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং/এমএসসি

১০।পদের নামঃ সহকারি প্রোগ্রামার/সহকারি মেইন্টেনেন্স ইঞ্জিনিয়ার
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ বিএসসি ইঞ্জিনিয়ারিং

১১।পদের নামঃ একাউন্টস অফিসার
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর

১২।পদের নামঃ সহকারি টেকনিক্যাল অফিসার
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/-(গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

১৩।পদের নামঃ টেকনিশিয়ান
বেতনঃ ১১০০০-২৬৫৯০/-(গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান

আবেদন করার বিস্তারিত জানতে নিচের সার্কুলারে দেখুনঃ

অনলাইনে আবেদন করতে নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ
http://WWW.duet.ac.bd

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *