পুরোনো প্রেম ফিরে এসে কুশল শুধালো তারে বললাম- জোস্নার কাছে যেয়ে বলো আলো জ্বালিয়েও কেন সে হাসেনা অমাবশ্যার কাছে যেয়ে বলো কেন সে আরো বিকষ কালো নক্ষত্রের কাছে যেয়ে বলো কেন সে আরো বেশী নিভু নিভু ফুলের কাছে যেয়ে বলো প্রস্ফুটিত হয়েও কেন তারা বিবর্ণ ধুসর স্নেহ মমতার কাছে যেয়ে বলো কেন আজ তারা বহুদুর রক্ত মাংসের পান্ডুর দেহকে বলো কেন আজ সে কংকালসার বিশ্বাসের শিকড়ে এখনো কেন জেগে আছে নিভু নিভু প্রাণ। চোখ গেছে, ঘ্রাণ গেছে এখনো কেন খুঁজে পরিচিত ধমনীর সৌরভ আকাঙ্ক্ষার চিৎকারে প্রকম্পিত সফেন সাগরকে বলো তবুও কেন সে এতো উত্তাল।