খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

খুলনা শিপইয়ার্ড লিমিটেড

খুলনা শিপইয়ার্ড লিমিটেড – বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এর প্লেটার শপে সম্পূর্ণরূপে অস্থায়ীভাবে (দৈনিক ভিত্তিক) নিম্নবর্ণিত পদ সমূহে জনবল নিয়ােগ করা হবে।

১। গ্রাইন্ডার – ২০ জন।
শিক্ষাগত যোগ্যতাঃ জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট গ্রাইন্ডিং কাজে ন্যূনতম ০২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২। শিপবিল্ডিং – ১০ জন
শিক্ষাগত যোগ্যতাঃ জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট গ্রাইন্ডিং কাজে ন্যূনতম ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩। ওয়েল্ডার – ১০ জন।
অভিজ্ঞতাঃ জাহাজ নির্মাণ সংশ্লিষ্ট শিপবিল্ডিং ওয়েল্ডিং কাজে ন্যূনতম ০১ (এক) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন >> আজকের সাধারণ জ্ঞান – জাতিসংঘ – জাতিসংঘের উইকিপিডিয়া

খুলনা শিপইয়ার্ড লিমিটেড

শর্তাবলীঃ
ক। আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌ বাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে।
খ। আবেদন ফরম খুশিলির ওয়েবসাইট www.khulnashipyard.com অথবা সরাসরি হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে।
গ। প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ৫০/- (পঞ্চাশ) নগদ (হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশনে) জমা করতঃ ক্যাশ মেমাে গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে।

ঘ। আবেদন পত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, জাতীয়তা/ নাগরিক সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্র (সত্যায়িত ফটো কপি) ও সদ্য তােলা রঙ্গিন পাসপাের্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে।
ঙ। মৌখিক সাক্ষাৎকার এর সময় সকল প্রকার শিক্ষাগত যােগ্যতার মূল সনদ অবশ্যই সাথে আনতে হবে।
চ। বর্ণিত পদ সমূহের জন্য আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রসহ সরাসরি আগামী ০৯ মে ২০২২ তারিখ রােজ সােমবার সকাল ০৯০০ ঘটিকার মধ্যে হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন, খুলনা শিপইয়ার্ড লিমিটেড এ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে।

ছ। সংশ্লিষ্ট পদের বেতন প্রতিষ্ঠানের কাঠামাে অনুযায়ী (আলােচনা সাপেক্ষ) নির্ধারণ করা হবে। উল্লেখ্য, কর্মদক্ষতা সন্তোষজনক হলে স্থায়ীভিত্তিতে নিয়ােগের সুযােগ রয়েছে।
জ। এছাড়াও প্রতি বছর ফেস্টিভাল ইনসেনটিভ বােনাস, নববর্ষ ভাতাসহ অন্যান্য ভাতা ও ক্ষেত্র বিশেষ খুশিলির অভ্যন্তরে বসবাসের সুযােগ রয়েছে।
ঝ। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
ঞ। অসম্পূর্ণ/ ক্রটিপূর্ণ বা শর্তাবলী অপূর্ণ থাকলে আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

ট। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানাে ব্যতিরেকে এ নিয়ােগ যে কোন আবেদনপত্র বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ঠ। নিয়ােগ বিজ্ঞপ্তি প্রচারের কারণে কর্তৃপক্ষ নিয়ােগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে বাধ্য থাকবে না। দরখাস্তের সাথে দাখিলকৃত কোন কাগজপত্র ফেরৎ দেয়া হবে না।

 

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *