কবিতাবিহীন কবি -লেঃ রেফা জাহান

Spread the love

Table of Contents

কবিতাবিহীন কবি
-লেঃ রেফা জাহান

একদিন একগুচ্ছ সফেদ পাতা
একদোয়াত কালি এনে
সময় বলো “লিখ! যা ইচ্ছা
যেমনটা চায় মনে।”
নীরব ঝাউয়ের তলায় বসে
অদ্ভুত চাঁদ দেখত হেসে
খচখচিয়ে কেমন লিখি
কেমন ভুলভাল স্বপ্ন আঁকি।
দস্যি মেয়ের বনে ছুটে চলা
রাজা রানীর শত কঞ্জ কলা
দূর বন্দর আগর ছেপে
কোথায় খুঁজি সব না বলা।
আকাশ ভেঙে নামল বাদলের নাচ
উঠোন জুড়ে আমার ফিরে এলো সাঁঝ
কি নেই! কি নেই!
সফেদ মোতির প্রত্যেক পাতা জুড়ে
এক এক করে খুঁজে এনেছি।
বিশ্ব সংসার ঘুরে।
সন্ধ্যা রাতের তারা যখন নামল
হিজল তলে, বসল আমার পাশে,
সময় এসে জানতে চাইল।
“কি লিখলে দিনের শেষে?”
সময়ের হাতে দিলাম তুলে সারা বেলার শ্রম।
মোতির বুকে দেখে রোদুর ভাঙল যে তার ভ্রম
অবাক মায়া নিয়ে চোখে বলল “কোথায় পেলে?
কেমন করে খুঁজলে বলো এমন কথা মেলে?”
পথের ধুলোর প্রান্তে আমার হাসিটুকু সব দিয়ে
গল্পগুলো এনেছি হাজার কথায় সাজিয়ে।
পড়ে দেখ খুঁজে পাবে আত্মসখীন ছবি,
দেখলেই পাবে আমার মতো।
কবিতাহীন কবি।
বিএ-৯৫৬৮ লেঃ রেফা জাহান, সিগস্
অফিসার্স বেসিক কোর্স (সিগস)-৪১

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

More Offer >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার

Check Also

আমাদের গ্রাম

আমাদের গ্রাম – কৌশিক দাস

Spread the loveআমাদের গ্রাম চলে আঁকেবাঁকে দুই ধারে গাছ মাটি ধরে রাখে। মাঠে মাঠে ধান, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *