Willes Little Flower School And College Jobs

Spread the love

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ Willes Little Flower School And College নিজস্ব অর্থায়নে ইংরেজি মাধ্যমের জন্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

০১. পদের নাম: সহকারী শিক্ষক ও ইংরেজি, বাংলা, ভৌত বিজ্ঞান (পদার্থ ও রসায়ন), জীববিজ্ঞান, গণিত, ব্যবসায় শিক্ষা (হিসাববিজ্ঞান), ধর্ম (ইসলাম শিক্ষা), সামাজিক বিজ্ঞান (অর্থনীতি)

Education Qualification & Experience: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি/সমমান।
অথবা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (পাশ) সহ স্নাতকোত্তর ডিগ্রি। (ইংরেজি ও বাংলা পদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের ইংরেজি/বাংলা থাকতে হবে।
ধর্ম (ইসলাম) পদের ক্ষেত্রে ফাজিল/কামিল ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।) বি.এড ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। শিক্ষা জীবনে যে কোন স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না।

০২. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
Education Qualification: এইচ.এস.সি/সমমান, স্নাতক অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

০৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার
Education Qualification: এইচ.এস.সি/সমমান। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ৬ মাসের ডিপ্লোমা | অপারেটর ডিগ্রিধারী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন>> সোনালী ব্যাংক এর আমানত স্কিমের নাম ও সুবিধা সমুহ

০৪. পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী
Education Qualification: এইচ.এস.সি/সমমান। অভিজ্ঞতা সম্পন্ন ও ব্যবসায় শিক্ষা শাখার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

০৫. পদের নাম: অফিস সহায়ক/নিরাপত্তা কর্মী/নৈশ প্রহরী
Education Qualification: এস.এস.সি/সমমান পাশ।

০৬. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী/আয়া
Education Qualification: অষ্টম শ্রেণি/সমমান পাশ।

শর্তাবলীঃ
৩। আগ্রহী প্রার্থীদেরকে সদ্য তোলা ০৩(তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিকত্ব ও শিক্ষাগত যোগ্যতার
সত্যায়িত ফটোকপিসহ স্ব হস্তে লিখিত আবেদনপত্র (মোবাইল নম্বরসহ) ।
৪। খামের উপরে পদের নাম লেখা আবশ্যক।
৫। সকল প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর।

পরীক্ষা ফি:
যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখা হতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এর অনুকূলে ক্রমিক নং (১-২) নং পদের জন্য 1000/- (এক হাজার) টাকা ও ক্রমিক নং (০৩-০৬) নং পদের জন্য 500/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।

আবেদন শেষ সময়:
আগামী 16 May 2019 তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৩.৩০ ঘটিকার মধ্যে সভাপতি, গভর্নিং বডি, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বরাবরে কিংবা ডাকযোগে পৌছাতে হবে।

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

Loading spinner

Check Also

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম শ্রেণী

Spread the loveশিক্ষার গুরুত্ব মানুষের মনের আলো জ্বালায় এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *