ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন SFDF জরুরী ভাবে ফাউন্ডেশনে 54 জন লোক নিয়োগ করা হবে,
আগমী 07 May 2019 মধ্যে আবেদন করতে হবে।
১। পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক
পদের সংখ্যা: 03 জন
বেতন: 35500-67010/- টাকা
Education Qualification: যে কোন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর/ সমমান ডিগ্রিসহ সরকারি বেসরকারি সংস্থার দারিদ্র্য বিমোচন/ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ব্যবস্থাপনা পর্যায় পদে ০৫ বছরের অভিজ্ঞতা।বয়স: ৪০ বছর।
২। পদের নাম: ব্যবস্থাপক (মাঠ নিরীক্ষা)
পদের সংখ্যা: 01 জন
বেতন: 23000-55470/- টাকা
Education Qualification: ব্যবস্থাপক ব্যবসা প্রশাসন বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর সমমান ডিগ্রিসহ সরকারি বেসরকারি সংস্থার হিসাব সংক্রান্ত কাজে ব্যবস্থাপনা ০৫ বছরের অভিজ্ঞতা, বয়স: ৩৭ বছর।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
৩। পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: 10 জন
বেতন: 10200-24680/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাস তবে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। ডাটা এন্ট্রি হিসাবে অপারেটর প্রয়োজন।বয়স: ৩৫ বছর।
৪। পদের নাম: মাঠ কর্মকর্তা
পদের সংখ্যা: 40 জন
বেতন: 10200-24680/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা পাসসহ সরকারী/বেসরকারী সংস্থার মাঠ পর্যায়ে বাস্তব কাজের অভিজ্ঞাসম্পন্ন অগ্রাধিকার। বয়স: ৩৫ বছর।
নির্ধারিত আবেদন ফরমটি এবং অত্র বিজ্ঞপ্তি ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন-এর ওয়েবসাইট www.sfdf.org.bd এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ওয়েবসাইট www.rdcd.gov.bd পাওয়া যাবে ।
প্রার্থীগণকে আবেদন ফরম
(ক) সদ্য তোলা পাসপোর্ট আকারের 03 Copy PP সাইজের সত্যায়িত ছবি;
(খ) মূলকপি মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে।
(গ) আবেদন ফরম-এর সাথে ১নং ক্রমিকের প্রার্থীদের 500/- টাকা, ২নং ক্রমিকের প্রার্থীদের 400/- টাকা, ৩নং ক্রমিকের প্রার্থীদের 250/ টাকা ও ৪নং ক্রমিকের প্রার্থীদের 200/- টাকার অফেরতযোগ্য পোষ্টাল অর্ডার ব্যবস্থাপনা পরিচালক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এর নামে প্রেরণ করতে হবে।
আবেদন ফরম ডাউনলোড করুন
আবেদনের তারিখ: 07 May 2019 তারিখের মধ্যে অফিস চলাকালে ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন, প্রধান কার্যালয়, পল্লী ভবন (৭ম তলা), ৫ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবরে দরখাস্ত রেজিস্টার্ড ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌছাতে হবে।