Rural Development and Co-Operatives Job Circular

Spread the love

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ৪৩০টি পদের নিয়োগ জরুরী ভিত্তিতে নিয়োগের জন্য আগামী 14 May 2019 ইং তারিখের মধ্যে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

পদের নাম: মাঠ সংগঠক -২৫৮ জন
বেতন: 10200/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা। এ ধরণের প্রকল্পে কাজ করার
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার।

পদের নাম: হিসাব রক্ষক- ০১ জন
বেতন: 10200/- টাকা
Education Qualification: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী এবং সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা এ ধরণের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

পদের নাম: হিসাব সহকারী- ০৪ জন
বেতন: 9300/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক (বাণিজ্য) পাশ এবং সংশ্লিষ্ট কাজে ০৩ বছরের অভিজ্ঞতা। এ ধরণের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৬৭ জন
বেতন: 9300/- টাকা
Education Qualification: উচ্চ মাধ্যমিক পাশ এবং টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজীতে ২৫ শব্দ এ ধরণের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার।

বয়স: 23 April 2019 তারিখে বয়স 18 -30 বছরের মধ্যে হতে হবে।

শর্তাবলীঃ
ক) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ http://cvdp3.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

Online আবেদনের শুরুর তারিখ: 23 April 2019 ইং সকাল 10.00AM টা।
Online আবেদনের শেষ তারিখ : 14 May 2019 ইং বিকাল 05.00 PM টা।
পরীক্ষার ফি: 150/-টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

পরীক্ষা ফি জমা দেয়ার নিয়ম: প্রথম SMS:CvDP3<space>User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় SMS: CVDP3 <space>YES<Space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।

প্রবেশপত্র প্রাপ্তি: http://cvdp3.teletalk.com.bd  ডাউনলোড করার ঠিকানা।

সূত্র : 19 April 2019 (বাংলাদেশ প্রতিদিন পৃষ্ঠা- ৯)

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *