Robi ও Grameenphone 5-জি সেবা চালু করল, বাংলাদেশের অন্যতম প্রধান মোবাইল অপারেটর Robi Axiata PLC ও Grameenphone, ঠিক আজ (১ সেপ্টেম্বর ২০২৫) থেকে বাণিজ্যিকভাবে 5-জি (5G) সেবা প্রদান শুরু করেছে। Robi ও Grameenphone 5-জি দেশের প্রথম বাণিজ্যিক 5-জি প্রবর্তন—যার মাধ্যমে ডিজিটাল যুগে নতুন যুগের সূচনা হলো।
Robi’র রোলআউট:
- Robi তার করপোরেট অফিস (ঢাকা, তেজগাঁও) থেকে আনুষ্ঠানিকভাবে 5-জি চালু ঘোষণা করে। প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের নির্ধারিত সাতটি এলাকায় সেবা পৌঁছানো হচ্ছে।
- সুনির্দিষ্টভাবে উল্লেখিত এলাকাগুলো: ঢাকা (Fakirapul, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন, Moghbazar Chowrasta), চট্টগ্রাম (Khulshi), এবং সিলেট (Sagor Dighir Par)।
- রোলআউট পরিকল্পনা অনুযায়ী, নভেম্বর ২০২৫–এর মধ্যে প্রায় ২০০টি টাওয়ার সংযোগ করা হবে।
- দর কমানো হয়নি—তবে বর্তমানে ৪-জি মূল্যেরই সেবা পাওয়া যাবে। অর্থাৎ, ৫-জি গতিতে ইন্টারনেট ব্যবহার করতে কোন অতিরিক্ত ফি লাগবে না (সেটিংস বা ডেটা প্ল্যান পরিবর্তন নয়)।
- আগামী দিনে ফাস্টার স্পিড:
o GP-তে অভ্যন্তরীণ পরীক্ষায় পাওয়া স্পিড: অপরিসীম—ডাউনলোড প্রায় ৫৫১ Mbps, আপলোড ৬৪ Mbps পর্যন্ত পাওয়া গেছে।
o Robi-তে পাওয়া স্পিড: ১৫ ০–৬২২ Mbps পর্যন্ত (স্থান অনুসারে)। গড়ে ৭০-৮০ Mbps, উন্নত অবস্থায় ১০০-২২০ Mbps। তুলনামূলকভাবে বর্তমান আপনার ৪-জি স্পিড সাধারণত ১০-৩০ Mbps থাকে।
Grameenphone এর ঘোষণা:
• বিপাকে পড়ে Grameenphone CEO Yasir Azman, তাদের ফেসবুক পেজে জানায়, সারাদেশের আটটি বিভাগীয় শহর থেকে Grameenphone 5-জি সেবা চালু হচ্ছে।
• তিনি বলেন: 5-জি দিয়ে দেশব্যাপী “নতুন যুগের প্রযুক্তিগত প্রবাহ, দ্রুত, নির্ভরযোগ্য নেটওয়ার্কের মাধ্যমে উদ্ভাবন, উদ্যোক্তা সুযোগ এবং স্মার্ট সলিউশনে প্রবেশদ্বার খুলে যাচ্ছে।”
Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম |
উন্নয়ন ও পরিপ্রেক্ষিত:
• ICT সচিব Shish Haider Chowdhury বলেন, 5-জি শুধুমাত্র দ্রুত কানেকশন নয়; এটি “অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সুযোগের উৎস।”
• BTRC Chairman Major General (retd) Md Emdad ul Bari মন্তব্য করেছেন, “5-জি নিয়ে টেলিকম খাত নতুন দিগন্তে প্রবেশ করলো। আমরা প্রত্যাশা করি—এ প্রযুক্তি মানুষের সর্বোচ্চ উপকারে ব্যবহার করা হবে।”
• Robi acting CEO M Riyaaz Rasheed বলেন, “সরকারের কৌশলগত সহায়তা ও ভিশনের কারণে আমরা এত দ্রুত 5-জি বাস্তবায়ন করতে পেরেছি। এটি ডিজিটাল অর্থনীতিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবে।”
Robi ও Grameenphone 5-জি সারসংক্ষেপ টেবিল:
বিষয় | বিবরণ |
রোল আউটের তারিখ | ১ সেপ্টেম্বর ২০২৫ |
Robi সেবা শুরু স্থান | ঢাকা, চট্টগ্রাম, সিলেটের ৭টি জায়গা |
Grameenphone সেবা | সব বিভাগীয় শহরে 5-জি চালু |
প্যাকেজ মূল্য | বর্তমানে ৪-জি মূল্যে—কোন অতিরিক্ত ফি নেই |
স্পিড পার্থক্য | GP-তে ৫৫১ Mbps, Robi-তে ৬২২ Mbps পর্যন্ত |
পরবর্তী পরিকল্পনা | Robi: ২০০ টাওয়ার সংযোগ লক্ষ্য (নভেম্বর ২০২৫ পর্যন্ত) |
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন