প্রমি এগ্রো ফুডস্ Prome Agro Foods নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

প্রমি এগ্রো ফুডস্ Prome Agro Foods লিমিটেড-এ জরুরী ভিত্তিতে আকর্ষণীয় বেতন, টিএ/ডিএ ও অন্যান্য সুবিধাসহ নিম্নোক্ত পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে।

১।পদের নাম: জি.এম-০১ জন
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর/এম.বি.এ/ ডিগ্রী।
সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৭-১০ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৪০-৫০ বছর।

২। পদের নাম: ডি.এস.এম -১০ জন
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতকোত্তর/এম.বি.এ/ ডিগ্রী।সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৫-৭, বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০-৪৫ বছর।

৩। পদের নাম: এ.এস.এম- ২০ জন
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক/ স্নাতকোত্তর/এম.বি.এ/ ডিগ্রী। ডিগ্রী।
সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩-৫, বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২৭-৩৫ বছর।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

৪। পদের নাম: বিক্রয় প্রতিনিধি-১০০ জন
Education Qualification: এইচ.এস.সি পাশ হতে হবে।স্বনামধন্য খাদ্যপন্য বিপণনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা। উল্লেখ্য আগ্রহী, সাদালপী, স্মার্ট, পরিশ্রমী নতুন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
শর্তাবলী:
আগ্রহী প্রার্থীগনকে বায়োডাটা ও সকল প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 02 May 2019 ইং থেকে 15 May 2019 ইং তারিখ পর্যন্ত ঢাকার প্রধান কার্যালয়ে সকাল 9.30 মিনিট হতে বিকাল 05.00 টার মধ্যে এবং ঢাকার বাহিরে (শুধুমাত্র শুক্রবার 03 May 2019 ইং ও 10 May 2019 ইং)।দুপুর 3.00টা থেকে সন্ধ্যা 7.00 টার মধ্যে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হল।

স্বাক্ষাৎকারের স্থান ও মোবাইল নম্বর:
ঢাকা: প্রমি এগ্রো ফুডস্ লিঃ, উত্তরা, আব্দুল্লাপুর বাসষ্ট্যান্ড থেকে পূর্বদিকে মৈনারটেক প্রমি ফ্যাক্টরী, উত্তরখান, ঢাকা। 01713-247016
চট্টগ্রাম: সৈয়দ এন্ড সন্স, রাজাখালী বাজার, চাকতাই, চট্টগ্রাম। 01713-247016
সিলেট: কে.ডব্লিউ.এ ট্রেডার্স, চেয়ারম্যান মার্কেট (সাউথ সুমরা সি.এন.জি পেট্রোল পাম্পের সামনে), দক্ষিণ সুরমা, সিলেট। 01762-682690 .
ময়মনসিংহ: পি এন্ড ব্রাদার্স, ১৬ নং বড় বাজার, ময়মনসিংহ। 01762-682778
বগুড়া: রিয়াল এন্ড রাফি এন্টারপ্রাইজ, নিশ্চিন্তপুর , চারমাথা, দ্বিতীয় বাইপাস, বগুড়া। 01762-682821
যশোর: এ.এস ডিস্ট্রিবিউশন, শংকরপুর, জমাদ্দার পাড়া, (নতুন বাসস্ট্যান্ডের উত্তর পার্শ্বে), যশোর। 01762-683171
বরিশাল: আর কে এন্টারপ্রাইজ, কাশিপুর, ইসাকাঠি রোড, বরিশাল। 01762-683000
রংপুর: মেসার্স আমিন ট্রের্ডাস, গ্রীণ হাউজ ১৫১-২, জি এল রোড, সাতমাথা, রংপুর। 01762-682881

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *