পায়রা বন্দর Payra Port প্যানেল আইনজীবী নিয়োগ

Spread the love

পায়রা বন্দর Payra Port কর্তৃপক্ষের পক্ষে পটুয়াখালী ফৌজদারী ও দেওয়ানী আদালত মামলা
পরিচালনার নিমিত্তে আইনজীবীদের প্যানেল তৈরির জন্য আইন পেশায় নিয়োজিত দক্ষ ও নিষ্ঠাবান প্রার্থী প্রয়োজন।

মামলার গ্রুপ :
(ক) ভূমি সংক্রান্ত মামলা।
(খ) মানিস্যুট সংক্রান্ত মামলা/মোকদ্দমা।
(গ) সংস্থাপন ও শ্রমবিরোধ মামলা। রেইট অব ফি :
পাবক কর্তৃক নির্ধারিত রেইট অব ফি এবং এল আর ম্যানুয়েল (সর্বশেষ সংশোধনী) অনুযায়ী ফি পরিশোধ করা হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

যোগ্যতা :
(ক) অবশ্যই কোন অনুমােদিত ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রী থাকতে হবে;
(খ) দেওয়ানী মামলা পরিচালনায় নিরবচ্ছিন্নভাবে কমপক্ষে ১০ (দশ) বৎসরের অভিজ্ঞতা থাকতে হবে;
(গ) অবসরপ্রাপ্ত জেলা জজ অনূর্ধ্ব ৬২ বৎসর বর্তমানে যারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছেন, তারাও প্যানেল আইনজীবী নিয়োগের জন্য আবেদন করতে পারবেন;
(ঘ) বরিশাল এবং ঢাকা বারের সনদ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। উপরে উল্লেখিত ৩টি গ্রুপের পটুয়াখালীস্থ বিভিন্ন আদালতে মামলা/মোকদ্দমা পরিচালনার জন্য ০১ (এক) টি প্যানেল তৈরি করা হবে।

প্রার্থীকে অবশ্যই প্রতিটি আবেদন পত্রের সাথে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র,
আয়কর নিবন্ধন (TIN) সনদ, অভিজ্ঞতা, স্থানীয় বার-এ যোগদানের সনদ, হাইকোর্টে আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তির সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
এবং অন্যান্য প্রাসঙ্গিক সনদপত্রের প্রতিটি ০২ কপি করে দাখিল করতে হবে।

প্রতিটি দরখাস্তের সাথে ১০০/- (একশত) টাকার মূল্যের পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট পায়রা বন্দর কর্তৃপক্ষ বরাবরে অবশ্যই প্রেরণ করতে হবে। দরখাস্তের ফরম এবং পাবক কর্তৃক নির্ধারিত রেইট অব ফি এর কপি নিম্নস্বাক্ষরকারী থেকে সংগ্রহ করা যাবে। পাবকের নির্ধারিত রেট অব ফি তে মামলা মোকদ্দমা পরিচালনা করতে সম্মত আছেন এই মর্মে একটি ঘোষণা পত্র আবেদন পত্রের দাখিল করতে হবে।

আবেদনপত্র আগামী ২৭/০৫/২০১৯ইং তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর নিকট অবশ্যই দাখিল করতে হবে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Loading spinner

Check Also

ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveভূমি মন্ত্রণালয় প্রশাসন-১ শাখায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি। ভূমি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখায় স্থায়ী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *