Partex Star Group । পারটেক্স স্টার গ্রুপে নিয়োগ

Spread the love

Partex Star Group – নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পারটেক্স স্টার গ্রুপ-এর একটি অঙ্গ প্রতিষ্ঠানের কারখানার জন্য নিম্নে উল্লেখিত স্থায়ী পদে দক্ষ ও অভিজ্ঞ লোক নিয়োগ করা হবে।

১। পদের নাম: প্রডাকশন ইন-চার্জ ০১জন
শিক্ষাগত যোগ্যতা: M.Sc /B.Sc
অভিজ্ঞতা। ম্যানুফ্যাশ্চারীং শিল্পে ০৫-১০ বছরের অভিজ্ঞতা

২।পদের নাম: ম্যানেজার, কিউ সি ০১জন
শিক্ষাগত যোগ্যতা: M.Sc in Chemistry /B.Sc in Chemical Engineering (যে কোন পাবলিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়)।
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০২-০৫ বছরের অভিজ্ঞতা

৩। পদের নাম: অফিসার, কিউ সি ০৩জন
শিক্ষাগত যোগ্যতা:Diploma in Chemical Engineering (সরকারী পলিটেকনিকাল ইন্সটিটিউট)
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।

৪।পদের নাম: ফোরম্যান (১) ২জন
শিক্ষাগত যোগ্যতা: HSC
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০৩-০৬ বছরের অভিজ্ঞতা

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

৫।পদের নাম: ল্যাব এসিস্টেন্ট ০২
শিক্ষাগত যোগ্যতা: HSC (Science)
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০২-০৫ বছরের অভিজ্ঞতা

৬।পদের নাম: ইটিপি ও সাবস্টেশন ০২
শিক্ষাগত যোগ্যতা: HSC
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০১-০২ বছরের অভিজ্ঞতা (অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন)।

৭।পদের নাম: বয়েলার অপারেটর(লাইসেন্স প্রাপ্ত)২জন
শিক্ষাগত যোগ্যতা: HSC
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০৮-১০ বছরের অভিজ্ঞতা

৮। পদের নাম: অপারেটর ০৪জন
শিক্ষাগত যোগ্যতা: SSC
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০২-০৪ বছরের অভিজ্ঞতা
৯। পদের নাম: ফোরম্যান (২) ০২জন
শিক্ষাগত যোগ্যতা: SSC
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০৫-০৬ বছরের অভিজ্ঞতা

১০।পদের নাম: সহকারী অপারেটর ০৩জন
শিক্ষাগত যোগ্যতা: SSC
অভিজ্ঞতা: যে কোন শিল্প কারখানাতে ০১-০২ বছরের অভিজ্ঞতা।

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

পারটেক্স গ্রুপ

আরো পড়ুন >> বাংলাদেশর সেরা 5টি মোবাইল ব্যাংকিং। Mobile Banking

শর্তাবলী:
Partex Star Group – (অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন) অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, অভিজ্ঞতার সনদপত্রের কপিসহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV) আগামী ১০ই মার্চ, ২০২০ তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হচ্ছে। উপ-মহাব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগ, Partex Star Group – পারটেক্স স্টার গ্রুপ, কমপ্লেক্স-২, শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, লেভেল-১৩, বীর উত্তম মীর শওকত রোড, ১৮৬ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। (Partex Star Group)

Check Also

গোল্ডেন হারভেস্টে

গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনের বিশাল নিয়োগ

Spread the loveগোল্ডেন হারভেস্টে ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *